শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১ মার্চ থেকে ট্রেনের টিকিট চেকিংয়ে যুক্ত হচ্ছে পজ মেশিন: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

১ মার্চ থেকে ট্রেনের টিকিট চেকিংয়ে যুক্ত হচ্ছে পজ মেশিন: রেলমন্ত্রী

আগামী ১ মার্চ থেকে রেলের টিকিট চেকিং ব্যবস্থায় পজ (POS) মেশিন যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ১০০টি পজ মেশিনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে। এ মেশিনের মাধ্যমে যাত্রীদের দ্রুততম সময়ের মধ্যে অনলাইন ও অফলাইনে টিকেট প্রদান সম্ভব হবে।

বুধবার সকালে রেলভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রেলপথমন্ত্রী।

তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে ট্রেনের টিকিটের ব্যবস্থাও চালু হচ্ছে। এছাড়াও আগামীকাল ১৬ ফেব্রুয়ারি থেকে জাতীয়পত্র দিয়ে যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের সিস্টেমে নিবন্ধন করতে পারবেন। অনলাইনে ক্রয় করা টিকিট অনলাইনে রিফান্ড ব্যবস্থা করার কার্যক্রমও শুরু হবে মার্চ থেকে।

যাত্রীর জাতীয় পরিচয়পত্রের সঙ্গে টিকিটে মুদ্রিত তথ্য না মিললে বিনা টিকিটে ভ্রমণের দায়ে
ঐ যাত্রীকে অভিযুক্ত করা হবে বলেও জানান রেলমন্ত্রী।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীর, মো. কামরুল আহসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]