বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টানা দুই দিনের কনসার্টে মাতলো মহামায়া

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

টানা দুই দিনের কনসার্টে মাতলো মহামায়া

তারুণ্যের উল্লাসে আরো একবার মাতলো ফেনীর চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজ মাঠ। ভেন্যু জুড়ে ছিল দেশের জনপ্রিয় ব্যান্ড দলগুলোর সুর আর ঝংকার। গানের ফাঁকে ফাঁকে আতশবাজির ঝলকানি পুরো এলাকাকে করছিলো আরো বেশি উজ্জীবিত। মঞ্চে বহমান সুরের ধারা অন্যদিকে গ্যালারি জুড়ে চলতে থাকে তারুণ্যের উল্লাস।

গত শুক্র ও শনিবার সন্ধ্যায় চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজ-এর প্লাটিনাম জুবিলি উপলক্ষ্যে এই কনসার্ট অনুষ্ঠিত হয়। টানা দুই দিন এমন কনসার্ট ফেনীতেই প্রথম।

শুক্রবার পুরো ভেন্যু মেতেছিল ফোক ঘরানার গানে। এ দিন শুরুতেই পারফর্ম করে ব্যান্ড ‘মনের মানুষ’। এরপর মঞ্চে ওঠে বাংলার গায়েন- এর ফাইনালিস্ট শাহরিয়ার চৌধুরী। সবার শেষে চমকপ্রদভাবে মঞ্চ মাতান ‘বেহায়া মন’ খ্যাত চিশতি বাউল।

দ্বিতীয় দিন ছিল রক মিউজিকের আয়োজন। এদিন শুধু ফেনী নয়, আশেপাশের জেলা থেকেও তারুণ্যের ঢল নামে। ‘চিৎকার’ প্রথমে মঞ্চে উঠে তাদের অবস্থানের জানা দেন। এরপর একের পর এক গানে মঞ্চ মাতান ব্যান্ড ‘সহজিয়া’। সবার শেষে ভেন্যু মাতায় অ্যাশেজ। জুনায়েদ ইভানের কণ্ঠে উদ্দোলিত হয় অন্তত অর্ধলাখ মানুষ।

পুরো অনুষ্ঠান জুড়ে গানের ফাঁকে লাল আর নীল আলোকরশ্মির লেজার শো যেন কনসার্টকে আরো বেশি রাঙিয়ে তুলছিলো। দুই দিনের এই আয়োজন মঞ্চালনা করেন তছিম উদ্দীন শামিম ও সোহেল মোস্তাক। পুরো অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন রায়হান রাকিব।

এই আয়োজন নিয়ে নুরুল করিম বলেন, ছাগলনাইয়ায় এমন আয়োজন প্রথম। চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্রদের অংশগ্রহণ এই আয়োজনকে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]