বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে কেউ ফেবারিট নয়: মঈন আলী

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে কেউ ফেবারিট নয়: মঈন আলী

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে কেউ ফেবারিট নয়। বাংলাদেশের মাটিতে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ইংল্যান্ডের জন্য। কারণ, সাদা বলে বর্তমান সময়ের অন্যতম সেরা দল বাংলাদেশ। এমনটাই বলেছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। বিপিএলে খেলাটাকে সবসময়ই উপভোগ করেন তিনি।

উন্মাদনা ছড়িয়ে পাট চুকল বিপিএলের। এবার ইংল্যান্ড সিরিজে বুঁদ হওয়ার পালা। ঘরের মাঠে টাইগাররা কেমন প্রতিপক্ষ–তার উত্তর আগেই পেয়েছে বিশ্ব। এখানে যে মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা ভারতের মতো কুলীন দলগুলোর দম্ভ হয়েছে চূর্ণ।

সাদা বলের দুই সংস্করণেরই বিশ্বচ্যাম্পিয়ন হলেও আসন্ন বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ যে কঠিন হতে যাচ্ছে তা ভালোই জানা বর্তমান সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার মঈন আলীর। বার্তাটা তার পরিষ্কার, ‘দেশের মাটিতে বাংলাদশ ভয়ংকর দল। মাত্রই তারা ভারতকে হারিয়ে দিয়েছে। শুধু তা-ই নয়, কয়েক বছর ধরেই তারা ভালো ক্রিকেট খেলছে। ইংল্যান্ডের আসন্ন সিরিজ খুবই কঠিন হতে যাচ্ছে। তবে আমরাও ভালো দল। আশা করছি দারুণ একটা সিরিজ হবে। এবং আমরা ভারত বিশ্বকাপের মোক্ষম প্রস্তুতি শুরু করতে পারব।’

শর্টার ফরম্যাটে পাওয়ার হিটিং বরাবরই ভুগিয়েছে টাইগারদের। তবে চলতি বিপিএলে বাংলাদেশিরা ছিলেন দুর্দান্ত। হৃদয়, জাকির শান্তদের নিয়ে তাই স্তুতি মঈনের কণ্ঠে, ‘আমরা পাওয়ার হিটিংয়ে বেশ গুরুত্ব দিই, বিশেষ করে অনুশীলনে। বাংলাদেশের এখানে সমস্যা আছে। তবে চলতি টুর্নামেন্টে তরুণদের দারুণ কিছু ইনিংস আমাকে মুগ্ধ করেছে।’

নিজের তারকাখ্যাতি পাওয়ার আগে থেকেই বিপিএলের সঙ্গে সখ্য মঈনের। তবে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজিকে বলছেন সবচেয়ে পেশাদার। খুশি শিরোপা জয়ে অবদান রাখতে পেরে, ‘দুটি ম্যাচ আমি কুমিল্লার হয়ে খেলেছি। ফাইনালে ট্রফি জয়ে আমার কিছু অবদান ছিল। পুরোটা সময় আমি দারুণ উপভোগ করেছি।’

সঙ্গে একটা বার্তাও দিয়ে রাখলেন মঈন। সময় সুযোগ হলে খেলতে চান বিপিএলের আগামী আসরেও।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]