শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যাচ হেরে যা বললেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

ম্যাচ হেরে যা বললেন মাশরাফি

দেশের জার্সিতে তিনি এখনো সফলতম অধিনায়ক, বাংলাদেশ প্রিমিয়ার লিগেও তাই। সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছেন। আজ নবম আসরের ফাইনালে তার সামনে ছিল পঞ্চম শিরোপার হাতছানি। কিন্তু ম্যাশ বাহিনীকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এতদিন একটা মিথ ছিল, মাশরাফি ফাইনালে কখনো হারেনি। সেই রেকর্ড আজ ভেঙে গেল।
ম্যাচ পরবর্তী ক্লান্ত মাশরাফি সংবাদ সম্মেলনে এসে রুবেল হোসেনকে আগলে রাখলেন। ক্যাচ মিস এবং গুরুত্বপূর্ণ সময়ে ২৩ রান দিয়ে রুবেল এখন ‘ভিলেন’। মাশরাফিকে যখন তার ফাইনাল জয়ের রেকর্ড ভাঙার ব্যাপারটি মনে করিয়ে দেওয়া হয়, তখন তিনি বলেন, ‘একদিন না একদিন হওয়া দরকার ছিল, হয়েছে আজকে (ফাইনালে পরাজয়)। ভালো হয়েছে। সবকিছুরই তো শেষ আছে।’

আরও আগেই সিলেট কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, পরের আসরেও তারা মাশরাফিকে অধিনায়ক হিসেবে চায়। সিলেট দলটিতে শুধু অধিনায়কের কাজ করেননি ম্যাশ, সেইসঙ্গে দল গঠন থেকে শুরু করে অনেক সিদ্ধান্ত আর পরিকল্পনা ছিল তার। পরের আসরে খেলবেন কিনা- এমন প্রশ্নের জবাবে ম্যাশ বলেন, ‘পরের বছর তো অনেক দূরে। যদি সুস্থ থাকি।’

দলের পারফর্মেন্স নিয়ে মাশরাফির বক্তব্য, ‘যা হয়েছে আমি এর চেয়ে বেশি কিছু চাইতে পারতাম না। ছেলেরা যতটুকু চেষ্টা করেছে, এর চেয়ে বেশি আশা করা যায় না। তবে হ্যাঁ, শেষদিন মাঠে যারা ভালো খেলবে, তারা জিতবে। আমরা ভালো খেলিনি এই কথা বলা ঠিক হবে না। ছেলেরা ভালো খেলেছে। কিন্তু কিছু জায়গায় ম্যাচটা আমাদের হাত থেকে চলে গেছে গেছে।’

Facebook Comments Box
advertisement

Posted ২:১০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]