বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গুলশানে ভবনে আগুন, উদ্ধার ৬

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

গুলশানে ভবনে আগুন, উদ্ধার ৬

রাজধানীর গুলশান-২ নম্বরে আগুন লাগা আবাসিক ভবন থেকে এখন পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া আটকেপড়া অন্যদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সদর দফতরের মিডিয়ার সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য জানান।

তিনি জানান, উদ্ধার করা ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী।

সন্ধ্যা ৭টার দিকে ওই ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়। এতে আগুন কয়েকটি ফ্লোরে ছড়িয়ে পড়ে। প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ারকর্মীরা অঅগুনের কাছাকাছি যেতে পারেননি এবং আটকেপড়াদেরও উদ্ধার করতে পারেননি।

৫-৬ জন বাসিন্দা নিজেরা ভবনের পেছনের বারান্দা থেকে লাফিয়ে পড়েন। তাদের ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে।

শেষ খবর পর্যন্ত গুলশান-২ নম্বরে ১২ তলা আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট কাজ করছে।

বাঁচার আকুতি চিকিৎসক নারীর

ওই ভবনের নিচে থাকা সুলেমান চৌধুরী নামের একজন জানান, তার ছোট ভাইয়ের স্ত্রী ফোন দিয়ে জানিয়েছেন, ‌ভাইয়া আমি ১১ তলায় আটকে পড়েছি। আমার সঙ্গে আরো মানুষ আছে। দ্রুত লোক পাঠিয়ে আমাদের বাঁচান, প্লিজ।

তিনি জানান, তার ছোট ভাইয়ের স্ত্রী ভবনটির পাঁচ তলায় থাকেন। সঙ্গে তার স্বামীও থাকেন। কিন্তু তার স্বামী বর্তমানে বিদেশ রয়েছেন। ছোট ভাইয়ের স্ত্রী পেশায় একজন চিকিৎসক।

সুলেমান চৌধুরী বলেন, কিছুক্ষণ আগে ফোন করে ছোট ভাইয়ের স্ত্রী জানান, আগুন লাগার সময় তিনি বাসায় ৫ম তলায় ছিলেন। আগুন লাগার পর ধোঁয়ার কারণে নিচে নামতে পারেননি। জীবন বাঁচাতে ওপরে চলে গেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৬ অপরাহ্ণ | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]