বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইবির বইমেলায় পাহাড়ি সংস্কৃতি তুলে ধরেছে ‘তাগলক’

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

ইবির বইমেলায় পাহাড়ি সংস্কৃতি তুলে ধরেছে ‘তাগলক’

পাহাড়ের চূড়া থেকে বের হওয়া জলপ্রপাতের পানি সরবরাহ করে তা দিয়েই জীবনধারণ করেন পাহাড়ি উপজাতিরা। অসাধারণ এক পদ্ধতিতে বাঁশের মাধ্যমে জলপ্রপাত থেকে পানি সরবরাহ করেন তারা। আর এই পদ্ধতির নাম ‘তাগলক’।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত সাত দিনব্যাপী বইমেলায় ‘তাগলক’ নামেই একটি স্টল দিয়েছে পার্বত্য অঞ্চলের কয়েকজন শিক্ষার্থী।

মূলত তাদের পাহাড়ি সংস্কৃতির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অবগত করার জন্যই এ স্টল দেন তারা। আর তাদের সংস্কৃতিকে জানানোর মাধ্যম হিসেবে স্টলের নাম রেখেছেন ‘তাগলক’।

স্টলটিতে পার্বত্য সংস্কৃতির বিভিন্ন বইয়ের পাশাপাশি রাখা হয়েছে তাদের হাতে বানানো বিভিন্ন প্রসাধনী সামগ্রী। বইয়ের মধ্যে রয়েছে চাকমা, মারমা ভাষার প্রাথমিক শিক্ষার বই, তাদের কবি সাহিত্যিকদের লেখা বিভিন্ন কবিতা, উপন্যাস ও সাময়িকী। এছাড়া হাতে বোনা তোয়ালে, চাদর, ব্যাগসহ নানা প্রসাধনী রাখা হয়েছে এতে। এছাড়া তাদের বিভিন্ন অনুষ্ঠানের ছবির ব্যবস্থা করেছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী অনুরাগ চাকমা, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী প্রসেনজিৎ চাকমা ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সৌম্য দীপ্ত চাকমা এ উদ্যোগ গ্রহণ করে। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এ বিষয়ে জানতে চাইলে অনুরাগ চাকমা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে আমাদের সংস্কৃতি জানানোর জন্য স্টলে আমাদের বইয়ের পাশাপাশি হাতে বোনা বিভিন্ন প্রসাধনী রাখা হয়েছে। মূলত ‘তাগলক’ একটি চাকমা শব্দ- যার অর্থ হলো ‘মাধ্যম’। যেহেতু আমাদের সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরার মাধ্যম তাই এর নাম রেখেছি ‘তাগলক’।

এ বিষয়ে অনুরাগ চকমা বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের পাহাড়ি সংস্কৃতিকে সমতলের সবার মধ্যে রিপ্রেজেন্ট করা। এদিক থেকে আমরা শতভাগ সফল। আমাদের সংস্কৃতির বই এবং কাপড়গুলো সবার মধ্যে ভালোই সাড়া ফেলেছে।

এদিকে স্টল সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তপু আহমেদ বলেন, ‘এদের হাতে বোনা কাপড় ও প্রসাধনীগুলো অনেক ইউনিক এবং সুন্দর। এছাড়া তাদের বইগুলোতে তারা তাদের সংস্কৃতিকে তুলে ধরেছে। এর মাধ্যমে তাদের বিভিন্ন সামাজিক আচার-অনুষ্ঠান ও জীবনধারণ সম্পর্কে জানতে পারলাম। এছাড়া তাদের আলাদা বর্ণমালা আছে এটা প্রথম জানলাম। নতুন একটি সংস্কৃতি সম্পর্কে জানতে পেরে ভালো লাগছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]