শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সরিষায় স্বপ্ন বুনছেন কৃষক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

সরিষায় স্বপ্ন বুনছেন কৃষক

কক্সবাজারের বিভিন্ন অঞ্চলে বিস্তীর্ণ মাঠে সরিষা চাষ হয়েছে। জেলার নয়টি উপজেলায় ক্ষেত ও পতিত জমিতে সরিষা চাষ করেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, এ বছর কক্সবাজারের নয় উপজেলায় ৯২৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এর মধ্যে চকরিয়ায় ৫০০ হেক্টর, পেকুয়ায় ১০০ হেক্টর, সদরে ১০০ হেক্টর, রামুতে ১০০ হেক্টর এবং অন্যান্য উপজেলায় ১২৫ হেক্টর জমি সরিষার চাষের আওতায় এসেছে। ধান বা অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় কৃষকরা সরিষা চাষের দিকে ঝুঁকছেন।

চকরিয়া উপজেলার ঢেমুশিয়া এলাকার চাষি শরীফ উদ্দিন জানান, তিনি এ বছর পাঁচ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। ভালো ফলনের আশা করছেন তিনি। সেচ, সার, কীটনাশক, শ্রমিকসহ প্রতি বিঘায় খরচ পড়েছে পাঁচ থেকে ছয় হাজার টাকা। ফলন ভালো হলে সব খরচ বাদ দিয়ে প্রতি বিঘায় ১০ থেকে ১২ হাজার টাকা লাভ হবে।

সদরের ঝিলংজার খরুলিয়ার হিন্দুপাড়া গ্রামের কৃষক বাপ্পি শর্মা জানান, প্রতিবছর ভালো বীজ সংগ্রহ করে সরিষা চাষ করেন তিনি। চলতি মৌসুমে তিন কাঠা জমিতে সরিষা চাষ করেছেন। বেশ ভালো ফুল এসেছে। তিনি ভালো ফলনের আশা করছেন।

কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের পাতলী গ্রামের কৃষক নজির হোসেন জানান, এ বছর আট বিঘা জমিতে সরিষার চাষ করেছেন তিনি। গত বছর তিন হাজার ৮০০ থেকে চার হাজার টাকা মণ দরে সরিষা বিক্রি করেছিলেন। বেশ ভালো লাভ হয়েছিল। এবারও ভালো ফলনের আশা করেছেন তিনি।

কক্সবাজার সদর উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কর্মকর্তা সুপন বড়ুয়া বলেন, আমাদের ভোজ্যতেলের চাহিদার ৪০ শতাংশ দেশে উৎপাদন নিশ্চিত করতে কৃষি সম্প্রসারণ অধিদফতর কাজ করে যাচ্ছে। সরিষা আবাদ বাড়াতে প্রণোদনা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কৃষক যেন ভালো ফলন পান সেজন্য কৃষি বিভাগের টিম মাঠে কাজ করছে। আশা করছি বাম্পার ফলন হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ কবির হোসেন বলেন, কক্সবাজারে এ বছর ৯২৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। কৃষকদের ভালো মানের বীজ ও সার সরবরাহ করা হয়েছে। কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার সরিষার ভালো ফলন হবে বলে আশা করছি।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]