শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যে চার ধরনের মানুষের রসুন খাওয়া ভালো না

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

যে চার ধরনের মানুষের রসুন খাওয়া ভালো না

কম বেশি সবার বাড়িতেই রসুনের ব্যবহার হয়ে থাকে। রসুনের স্বাদ ও সুগন্ধের জন্য প্রচুর পরিমাণে মানুষ রসুন খেতে পছন্দ করেন। তবে রসুনের মধ্যে এমন কয়েকটি বড় গুণ আছে যার জন্যই রসুনকে ওষুধের মতো ব্যবহার করা হয়ে থাকে ৷

রসুনের ব্যবহার বিশেষত আমিষ রান্নাতেই ব্যবহৃত হয়ে থাকে। যেমন মাছ, মাংস, ডিম, এঁচোড়, আচার, সস, পিৎজা, পাস্তা ইত্যাদিতে ব্যবহৃত হয় ৷ রসুনকে আসলে বলা যেতে পারে সর্বগুণ সম্পন্ন ৷ অনেক বড় বড় গুণ আছে যা কঠিন ব্যাধিকে কিস্তি দিতে পারে ৷

তবুও বেশ কিছু ক্ষেত্রে রসুন খেলে বিরাট সমস্যা হতে পারে ৷ কাদের কাদের রসুন না খাওয়া উচিৎ এবার জেনে নেয়া যাক-

>>> যাদের কয়েকদিন পর পর অ্যাসিডির সমস্যায় ভুগতে হয় ৷ তাদের রসুনের সেবন করাটা মোটেই উচিৎ নয় ৷ এতে সমস্যা কমার বদলে বেড়েই যাবে ৷

>>> পেটের অবস্থা যাদের ভালো নয়, অর্থাৎ হজমশক্তি দুর্বল, তারা মোটেই রসুন খাবেন না। সমস্যা বাড়বে এমন ভাবে, বুঝতেই পারবেন না।

>>> যাদের ঘামের গন্ধ আছে তারা ভুলেও রসুন খাবেন না ৷ যারা রক্ত তরল করার ওষুধ খান তারা মোটেই রসুন খাবেন না ৷

>>> যারা গ্যাস্ট্রো সমস্যার ভুগছেন, তাদের অল্প পরিমাণে রসুন খাওয়া দরকার। তাই সামান্য পরিমাণে রসুন খেলে সবদিকই বজায় থাকবে।

>>> একজন মানুষকে ঠিক কতখানি রসুন খেতে হবে ৷ এর কোনো বিশেষ পরিমাপ নেই ৷ তবে রিসার্চ বলছে প্রতিদিন তিন থেকে ছয় গ্রাম রসুন শরীরের পক্ষে ভালো ৷

উপরোক্ত বিষয়গুলো কোনো চিকিৎসাশাস্ত্র বা ওষুধের বিকল্প নয়, তাই ব্যবহারিক প্রয়োগের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে সব সময়েই ৷

Facebook Comments Box
advertisement

Posted ৪:২২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]