মঙ্গলবার ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতিসংঘে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

জাতিসংঘে উচ্চপর্যায়ের বৈঠকে সবার সম্মিলিত প্রচেষ্টায় রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এই সংকট থেকে উত্তরণে সব দেশকে আরও আন্তরিক হওয়ার আহ্বানও জানান তিনি।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রে জাতিসংঘে উচ্চপর্যায়ের এক বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

এ ছাড়া মার্কিন কংগ্রেসের পররাষ্ট্রবিষয়ক কমিটির প্রভাবশালী সদস্য গ্রেগরি মিক্সের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে দ্রুত দেশে ফেরত পাঠাতে মার্কিন সরকারের সমর্থন চান পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন।

এদিকে বাংলাদেশে বড় দলগুলোর মধ্যে আগামী নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত বাংলাদেশে আসছেন।

বৃহস্পতিবার বাংলাদেশি-অধ্যুষিত জ্যামাইকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রবিষয়ক কমিটির প্রভাবশালী সদস্য কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স।

বৈঠকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করে গ্রেগরি মিক্স জানান, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নিয়মিতই অভিযোগ আনছে প্রবাসী একটি মহল।

পররাষ্ট্রমন্ত্রী গ্রেগরি মিক্সকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে দ্রুত দেশে ফেরত পাঠাতে মার্কিন সরকারের সমর্থন চান।

মন্ত্রী জানান, বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে কাজটি করেছে তা আর কেউ করতে পারেনি। তাই রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন কংগ্রেসম্যান।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পররাষ্ট্রমন্ত্রী তার কূটনৈতিক তৎপরতা ও বৈঠক অব্যাহত রেখেছেন। আগামী কয়েক দিনে মন্ত্রীর আরও কয়েকটি কর্মসূচি রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]