শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

দেশের সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। কার্যকরী কমিটির ২৩টি পদের সবগুলোতেই এ প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।

শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আবু। এতে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সভাপতি সাধারণ সম্পাদক শহর ২৩টি পদেই জয়লাভ করে।

১৯ হাজার ৬১৮ ভোটারের মধ্যে প্রথমদিন বুধবার ৫০২৮ জন এবং দ্বিতীয় দিন বৃহস্পতিবার ৪২১৫ জন ভোট দিয়েছেন। মোট ভোট পড়েছে ৯২৪৩টি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সদস্য নজরুল ইসলাম শামীম। শুক্রবার ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়।

বুধবার প্রথমদিনের ভোটগ্রহণ শেষ হলে রাতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ভোট বর্জনের ঘোষণা দেন নীল প্যানেলের মনোনীত সভাপতি প্রার্থী খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম।

সাদা প্যানেল থেকে বিজয়ী হয়েছেন সভাপতি পদে মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক পদে খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, সিনিয়র সহসভাপতি পদে রুমানা জামান রীতু, সহসভাপতি পদে প্রাণ নাথ, ট্রেজারার পদে বিবি ফাতেমা মুন্নী, ফাহিম শরীফ সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, মো. মাহবুব হোসেন জয়সহ সাধারণ সম্পাদক। এছাড়া সদস্য হিসেবে ১১ জন বিজয়ী হন।

২৩টি পদের বিপরীতে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের ২৩ জন এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ২৩ জন করে মোট ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

নীল প্যানেলের প্রার্থীদের মধ্যে ছিলেন সভাপতি পদে খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি পদে আব্দুর রাজ্জাক, সহসভাপতি মো. সহিদুজ্জামান, ট্রেজারার আব্দুর রশীদ মোল্লা প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪২ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]