বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যে ৬ মেডিকেল কলেজে ভর্তিতে দায় নেবে না বিএমডিসি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

মানসম্মত পড়াশোনা না হওয়ায় নিষেধাজ্ঞায় থাকা ছয়টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হলে নিবন্ধন পাবে না কোনো শিক্ষার্থী। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে অনুমোদনহীন প্রতিষ্ঠানে ভর্তি হলে তার দায় নেবে না তারা।

বিষয়টি নিশ্চিত করেছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

নিষেধাজ্ঞায় থাকা ছয় মেডিকেল হলো, কেয়ার মেডিকেল কলেজ, ঢাকা নর্দার্ন মেডিকেল কলেজ, রংপুর নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, ঢাকা আইচি মেডিকেল কলেজ, ঢাকা নাইটিংগেল মেডিকেল কলেজ, আশুলিয়া শাহ মখদুম মেডিকেল কলেজ, রাজশাহী।

এ বিষয়ে বিএমডিসি নির্বাহী সদস্য অধ্যাপক ইকবাল আর্সলান গণমাধ্যমকে জানান, নিষেধাজ্ঞায় থাকা মেডিকেলগুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই। নিয়মিত ক্লাস হয় না। হাসপাতালে রোগী নেই বললেই চলে। নিষিদ্ধ জেনেও কম টাকায় মেডিকেলে পড়ার লোভে পড়ে ভর্তি হয় অনেক শিক্ষার্থী।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক এবিএম জামাল বলেছেন, নতুন শিক্ষাবর্ষে অটোমেশন পদ্ধতি চালু হলে মানহীন প্রতিষ্ঠানের দৌরাত্ম্য কমবে।

দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে মেডিকেল কলেজ রয়েছে একশর বেশি। এ বছরের ভর্তি পরীক্ষা ১০ মার্চ।

Facebook Comments Box
advertisement

Posted ৯:১৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]