বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৫ টাকার দ্বন্দ্বে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

মাত্র পাঁচ টাকা ভাড়া নিয়ে দ্বন্দ্বে অটোচালকের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্রের মারামারির ঘটনা ঘটেছে। এরপর ঘটনার সঙ্গে স্থানীয়রা জড়িয়ে ঐ ছাত্রকে মারধর করে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বরিশাল শহরের বাংলাবাজার সড়ক অবরোধের ঘটনা ঘটে। পরে স্থানীয় দুই যুবককে আটকের পর পুলিশের আশ্বাসে সড়ক থেকে সরে যায় ছাত্ররা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সপ্তম ব্যাচের ক‌ম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মোহাম্মদ রাহাত বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গাড়িতে এসে আমি আমতলার মোড়ে নামি। এরপর ব্যাটারিচালিত হলুদ অটো গাড়িতে করে বাংলাবাজার মসজিদের মোড়ে নামি। গাড়ি চালককে ৫ টাকা ভাড়া দিলে তিনি ১০ টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে তিনি অশ্লীল গালি দেন। গালির পরেই হাতাহাতি-মারামারি শুরু হয়।

রাহাত বলেন, হাতাহাতির সময়েই বাংলাবাজার এলাকার আরিফ নামে এক ছেলে কোনো কিছু না বুঝেই আমাকে মারধর শুরু করে। প্রথম দফায় আমাকে মেরে পুনরায় তার ১৫ থেকে ১৬ জনের একটি দল নিয়ে আসেন আবারো মারতে। তখন বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে। পরে আমরা হামলাকারী আরিফ ও তার সহযোগীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করি।

ববি শিক্ষার্থী সৈয়দ রা‌ফি বলেন, হামলাকারী দুইজনকে শনাক্ত করে আমরা ধরে এনে পুলিশের কাছে হস্তান্তর করেছি। বাকিদের গ্রেফতারের দাবিতে আমরা অবস্থান করছি। আমরা চাই হামলাকারী সবাইকে পুলিশ গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবে।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মাহফুজ আলম বলেন, মারধরের শিকার ছাত্রকে আমরা থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। বর্তমানে হামলাকারী যুবককে শনাক্তে চেষ্টা চলছে। শিক্ষার্থীদের বুঝিয়ে আমরা সড়ক থেকে সরিয়ে দিয়েছি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছিল। সংবাদ পেয়ে আমরা এসে তাদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেছি হামলাকারীকে আইনের আওতায় নিয়ে আসার। শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেছে। শিক্ষার্থী বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]