শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৬৪ জেলায় দুইবার করে ভ্রমণ করলেন ফয়েজ!

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠার উদ্দেশ্য দেশের ৬৪ জেলায় দুইবার করে ভ্রমণ সম্পন্ন করেছেন মো. ফয়েজ হোসেন। নিজের ভ্রমণের নেশা থেকেই তার ৬৪ জেলা ভ্রমণ। স্বপ্ন ছিল, জন্মভূমির ৬৪ জেলা ঘুরে দেখার। নতুন কিছু দেখা, নতুন করে শেখা, নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে তার এই পথচলা।

মো. ফয়েজ হোসেন রাজধানীর সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। গ্রামের বাড়ি চাঁদপুর হলেও জন্ম খাগড়াছড়িতে। বর্তমানে থাকেন ঢাকার যাত্রাবাড়ী।

তিনি জানান, তিনি দুইবার করে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ সম্পন্ন করেন। ২০১৮ সালের ১৩ আগস্ট প্রথমবার বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ সম্পন্ন করেছিলেন। প্রথমবার তার বয়স এবং আর্থিক সক্ষমতা কম থাকায় ভ্রমণে অতৃপ্তি থেকে যায়। এরপর ভ্রমণে পূর্ণতা পেতে দ্বিতীয়বার বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করতে তার সময় লাগে ১১ মাস ৬ দিন। তিনি ২০২০ সালের ১৯ জুলাই দ্বিতীয়বার ৬৪ জেলা ভ্রমণ শেষ করেন।

ফয়েজ বলেন, মানুষের বিভিন্ন নেশা থাকে। নেশাহীন মানুষ হয় না। আমার নেশা ঘোরাঘুরি, ভ্রমণের নেশা। আমার স্বপ্ন ছিল আমার প্রিয় জন্মভূমির ৬৪ জেলা ঘুরে দেখব। নতুন কিছু দেখা, নতুন কিছু শেখা এবং নতুন নতুন অভিজ্ঞতার প্রতি আমার অদম্য টান। সেই কারণেই বাংলাদেশের ৬৪ জেলা দুইবার ভ্রমণ করেছি।

তিনি বলেন, ভ্রমণ পথে রয়েছে নানান স্মৃতি এবং অভিজ্ঞতা। ভ্রমণের দিনগুলো ভালোবাসায় ভরপুর থাকে। পুরো বাংলাদেশ দুইবার একা ঘুরেছি। আকাশপথ ছাড়া বাংলাদেশের সব ধরনের যানবাহনে আমি চরেছি। সময়ের প্রয়োজনে, নিতান্ত শখ এবং জেদের বশে, মানুষের ভালবাসার খোঁজে আমি ভ্রমণ করেছি। কেননা ভ্রমণের মধ্যেই মনুষ্য জীবনের অন্তর্নিহিত স্বাদ পাওয়া যায়।

যারা নতুন করে ঘুরে দেখতে চান নিজের জন্মভূমিকে, তাদের উদ্দেশ্য তিনি বলেন, অনেকেরই ইচ্ছা আছে নিজের দেশ ঘুরে দেখার। কিন্তু সময়, সুযোগ বা সাহসের অভাবে তা হয়ে উঠে না। দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি একটি জাতির প্রতিনিধিত্ব করে। এগুলো জানতে হলে ঘুরতে হয় দেশের বিভিন্ন জেলায়। নিজের সঠিক বয়স থাকতে জন্মভূমি বাংলাদেশকে ঘুরে দেখা উচিৎ। কারণ, একটা সময় মানুষের সময় থাকে, প্রচুর অর্থ থাকে কিন্তু বয়স থাকে না। সে ঘুরতে চাইলেও বার্ধক্যের কারণে হয়ে উঠে না। এজন্য সময় থাকতে সবার নিজের ইচ্ছা পূরণ করা দরকার। বাংলাদেশের ৬৪ জেলা ঘুরে দেখতে অর্থের প্রয়োজন নিতান্তই কম। তবে সবথেকে বেশি প্রয়োজন মনস্তাত্ত্বিক মনোবল। অর্থাৎ মানসিক জোর থাকলে মানুষের জন্য ভ্রমণ সহজ হয়ে যায়।

তিনি বলেন, ভ্রমণের মাধ্যমে সমাজকে আমি কয়েকটি বার্তা দিতে চাই। মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের ভ্রমণ করা উচিৎ। বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, জুয়া, নৈতিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে আমাদের বেশি বেশি ভ্রমণ করতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]