
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০১ মার্চ ২০২৩ | প্রিন্ট
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে । অভিযুক্ত ছেলেকে একটি কুড়ালসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ঈশ্বরগঞ্জ পৌরসভার রহমতগঞ্জ মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত আকলিমা বেগম (৫৫) আবদুর রাশিদের স্ত্রী।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা শেখ মোস্তাছিনুর রহমান জানান, অভিযুক্ত ছেলের নাম মো. রকিবুল ইসলাম ওরফে রকি। পরিবার ও মহল্লার লোকজন রকিবুলকে অপ্রকৃতিস্থ বলে দাবি করছেন।
জানা গেছে, আকলিমা বেগম তার বসতঘরের শোবার ঘরে ঘুমাচ্ছিলেন। রাত একটার দিকে হাতে কুড়াল নিয়ে ওই কক্ষে প্রবেশ করেন রকিবুল। এরপর তার মায়ের মাথায় এলোপাতাড়ি কুপিয়ে ঘর থেকে বের হয়ে যান তিনি। আকলিমা বেগমের চিৎকার শুনে পরিবার ও মহল্লার লোকজন ওই ঘরে ছুটে যান। গুরুতর আহত অবস্থায় আকলিমাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ঘটনার পর কুড়াল হাতে করে রেললাইন ধরে পালাচ্ছিলেন অভিযুক্ত রকিবুল ইসলাম। খবর পেয়ে পুলিশ তাকে ভোর চারটার দিকে আটক করে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন। হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
Posted ৭:৫৫ পূর্বাহ্ণ | বুধবার, ০১ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin