বুধবার ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইব্রাহিম গনির বিরুদ্ধে চলছে সংঘবদ্ধ অপপ্রচার

বিশেষ প্রতিবেদক   |   বুধবার, ০১ মার্চ ২০২৩ | প্রিন্ট

ইব্রাহিম গনির বিরুদ্ধে চলছে সংঘবদ্ধ অপপ্রচার

তুরাগ থানা আওয়ামী লীগের ৫২ নং ওয়ার্ড সভাপতি প্রার্থী, সাবেক মেম্বার ইব্রাহিম গনির বিরুদ্ধে একটি ঘোষ্টি সংঘবদ্ধ অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি।

তার মতে, সম্প্রতি ভুমি সংস্কার বোর্ড কতৃক দেয় একটি চিঠিকে কেন্দ্র করে এ অপপ্রচার চালিয়ে যাচ্ছেন তারই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক এবং ব্যবসায়িক প্রতিপক্ষরা।

এ বিষয়ে তিনি বলেন, তুরাগের উলুদাহা গ্রামে সরকারের ভূমি সংস্কার বোর্ডের জায়গা অবৈধ ভাবে ভরাট করে ভোগ দখল করছি বলে যে চিঠি আমাকেসহ বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ অনৈতিক এবং অবৈধ। আমি জোর গলায় বলতে চাই, ভূমি সংস্কার বোর্ডের এক ইঞ্চি জায়গা আমার দখলে নাই বা কখনো দখলে নেওয়ার চেষ্টাও করি নাই। বিষয়টি নিয়ে আমি সংশ্লিষ্ট দপ্তরের চিঠি প্রেরকের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে ব্যাখা দাবি করি। আমার দাবির প্রেক্ষিতে কর্তৃপক্ষ আমাকে বলেছে, স্থানীয় তথ্য উপাত্বের ভিত্তিত্বে এ চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমি তুরাগ থানায় গিয়ে একটি লিখিত আপত্তি পত্র জমা দিয়েছি। সেটি তারা যথাযথ কতৃপক্ষ বরাবর পাঠাবেন বলে আমাকে আশ্বস্ত করে।

তিনি আরো বলেন, মূলত রাজনৈতিক এবং ব্যবসায়িক কারনে আমার সুনামহানি করার জন্য এহেন অপকর্মের সঙ্গে আমার নাম জুড়িয়ে দিয়ে একটি পক্ষ তড়িৎ ‘ওয়াক ওভার’ পেতে চায়। আমি তাদের এমন অপচেষ্টার বিরুদ্ধে তীব্র ঘৃনা ও ধিক্কার জানাই। আমি এলাকায় দীর্ঘ দিন থেকে নির্বাচিত জনপ্রতিধি ছিলাম। মানুষ আমাকে ভালোবাসে, এর প্রমাণ আমি আগেও দিয়েছি, সামনেও দিবো ইনশাল্লাহ।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৭ অপরাহ্ণ | বুধবার, ০১ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]