শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তিন শতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিলো ঢাকসাস

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ মার্চ ২০২৩ | প্রিন্ট

তিন শতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিলো ঢাকসাস

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রায় তিনশত শিক্ষার্থী পেল দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ।

গত ২৭ ফেব্রুয়ারি (সোমবার) ও ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ঢাকা কলেজের শহিদ আ ন ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি এ জেড ভূঁইয়া আনাসের সভাপতিত্বে ও ঢাকসাস সাধারণ সম্পাদক আবদুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ। ঢাকসাসের দুই দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।

ঢাকসাসের সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস শিকদার, এএফফি ব্যুরো চিপ শফিকুল আলম, চ্যানেল আই বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক, দ্য ডেইলি স্টারের সাহিত্য সম্পাদক ইমরান মাহফুজ।

দুই দিনের প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, যমুনা টেলিভশনের বিশেষ প্রতিনিধি মেহসীন-উল হাকিম, ফ্রিল্যান্সার সাংবাদিক মঞ্জুরুল করিম, সমকাল বিশেষ প্রতিনিধি ওবায়েদুল্লাহ রনি, কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক শাহাদাৎ স্বপন, কালবেলা জ্যেষ্ঠ প্রতিবেদক সানাউল হক সানী, বিজনেস পোস্ট জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়াজ মাহমুদ, মোজ সাংবাদিক যাকারিয়া ইবনে ইউসুফ ও এখন টিভির নিজস্ব প্রতিবেদক বেলায়েত হোসাইন সহ আরও অনেকেই।

প্রশিক্ষণ শেষে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, ১৯৪৭ সালের আগে দেশে কোন সংবাদ পত্র ছিল না। পরে কলকাতা থেকে আজাদ আসল। এর পর পর কয়েকটি পত্রিকা আসে। যদিও সে সময় যারা সাংবাদিকতা করতেন, তারা ছিলেন রাজনীতির সাথে সম্পৃক্ত। অনেকেই গ্রেপ্তার এড়াতে পত্রিকার আশ্রয় নিতেন। বাংলাদেশে সাংবাদিকতার বিকাশটা এখনও সে অর্থে ঘটেনি। গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সাংবাদিকতার উপর ডিপ্লোমা এবং স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। এছাড়াও নানা কোর্স চালু রয়েছে। যদিও বিশ্বের আর কোথাও সরকারি অর্থায়নে সাংবাদিক প্রশিক্ষণ দেয়না।

তিনি আরো বলেন, বাংলাদেশে স্বাধীনতার পর সংবাদ পত্রের কিছুটা বিকাশ ঘটেছে। একুশ শতকে এসে সংবাদপত্রে আরও বিকাশ ঘটছে। এটা শুধু শিল্পই নয়, ইলেকট্রনিক অনলাইন মিডিয়া সহ তথ্য প্রযুক্তিররও বিকাশ ঘটেছে। চতুর্থ শিল্প বিপ্লব এসেছে। আগামীতে কি হবে তা আমরা জানিনা। তবে আমাদের সাংবাদিকদের তৈরি করতে হবে। অন্যদিকে চতুর্থ শিল্প বিপ্লবের বিকাশ ঘটতে না ঘটতেই পঞ্চম শিল্প বিপ্লব এসে গেছে। এ তথ্য প্রযুক্তির সাথে সঙ্গতি রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা চাই তথ্য প্রযুক্তির সাথে সাথে আমাদের সাংবাদিকরা যেন পিছিয়ে না যায়। তাদের অগ্রসর রাখতে পারি। প্রযুক্তি এসে গণমাধ্যমে একটা উলটপালট এসে গেছে। যা আরও হবে। গণমাধ্যমের এ বিবর্তনের সময় নিজের যোগ্য করে তুলতে সাংবাদিকতার প্রশিক্ষণ প্রয়োজন।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে জাফর ওয়াজেদ বলেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সাংবাদিকতার ওপর ডিপ্লোমা এবং মাস্টার্স কোর্স চালু রয়েছে। মাস্টার্স কোর্সের প্রথম পর্ব আছে, এবার আমরা দ্বিতীয় পর্বের জন্য অনুমোদন পেয়েছি। সেখানে আমাদের শুক্র-শনিবারে ক্লাস। যা সম্পূর্ণ পেশাজীবীদের জন্য। সাংবাদিকতা নিয়ে যখন নেতিবাচক ধারণা সবার এমন সময়ে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির কর্মশালায় তিন শতাধিক শিক্ষার্থীদের দেখে বুকটা ভরে গেছে। সাংবাদিকতায় তাদের এতটা আগ্রহ। এ আগ্রহ আমাদের সময়েও ছিল। যদিও এখনকার শিক্ষার্থীরা ঠিক মত সংস্কৃতির চর্চা করেন না।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ০১ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]