
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৪ মার্চ ২০২৩ | প্রিন্ট
এক তরুণী মেয়ে দোকানে গেল একটা কথা বলা টিয়ে পাখি কিনতে। দোকানদার একটা পাখির খুব প্রশংসা করল, এটা নাকি সব বুঝে, নিজে থেকেই অনেক কিছু শিখে নেয়!
মেয়েটা খুশি হয়ে পাখিটাকে গিয়ে জিজ্ঞেস করল: আচ্ছা আমাকে দেখে আমার সম্পর্কে কি মনে হয় তোমার?
পাখিটা ঠাস করে বলে বসল: বেশি সুবিধার না, বাজে মাইয়া!
মেয়েতো পুরাই টাশকি খেয়ে গেল! রেগে দোকানদারকে গিয়ে অভিযোগ করল! দোকানদার পাখিটাকে ধরে এক বালতি পানিতে কয়েকটা চুবানি দিল, এরপর জিজ্ঞেস করল: আর খারাপ কথা বলবি?
পাখিটা মাথা নেড়ে বলল: না না , আর বলব না।
মেয়েটা খুশি হয়ে আবার পাখিটাকে জিজ্ঞেস করল: আচ্ছা আমি যদি রাতে ঘরে একজন প্রেমিক নিয়ে ঢুকি, তুমি কি মনে করবে?
পাখিটি বলল: তোমার স্বামী।
মেয়েটি বলল: যদি দুজনকে নিয়ে ঢুকি?
পাখিটি বললো: তোমার স্বামী আর দেবর!
মেয়েটি বললো: যদি তিনজনকে নিয়ে ঢুকি?
পাখিটা দোকানদারকে চেঁচিয়ে ডাকল: ঐ মিয়া বালতি নিয়া আসো! আগেই কইছিলাম এই মাইয়া সুবিধার না, বাজে মাইয়া!
Posted ৭:৩৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin