
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৪ মার্চ ২০২৩ | প্রিন্ট
কিশোরগঞ্জে ইয়াবাসহ মো. সেজান মাহমুদ এবং মিঠুন কর্মকার নামে দুই যুবককে আটক করেছে র্যাব।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এমএম সবুজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার চরমারিয়া এলাকার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. সেজান মাহমুদ ওরফে হৃদয় এবং নগুয়া এলাকার ননি গোপাল কর্মকারের ছেলে মিঠুন কর্মকার ওরফে মিথুন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর উপজেলার চরমারিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২৭০ পিস ইয়াবা, চারটি মোবাইল এবং নগদ দুই হাজার ৮২৫ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বিক্রির কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ৪:৪৩ অপরাহ্ণ | শনিবার, ০৪ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin