
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৪ মার্চ ২০২৩ | প্রিন্ট
রাজশাহীতে ২৬৩ বোতল ফেনসিডিলসহ মো. মিজান আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে র্যাব-৫ এর মিডিয়া সেল। এর আগে, শুক্রবার রাতে চারঘাট উপজেলার ইউসূফপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজান আলী চারঘাট উপজেলার শ্রীখণ্ডী মাস্টারপাড়া গ্রামের মো. রূপচাঁন আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন ইউসূফপুর ইউনিয়নের শ্রীখণ্ডী মাস্টারপাড়া গ্রামে আফজালের দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় ২৬৩ বোতল ফেনসিডিলসহ মিজানকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে চারঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Posted ৪:২৯ অপরাহ্ণ | শনিবার, ০৪ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin