শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শতভাগ দগ্ধ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছিলেন গোপাল, শান্ত করলো মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ মার্চ ২০২৩ | প্রিন্ট

শতভাগ দগ্ধ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছিলেন গোপাল, শান্ত করলো মৃত্যু

রাজধানীর নিকেতনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একজন মারা গেছেন। তার নাম গোপাল মল্লিক (২৮)। তার শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত গোপাল গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়-নারায়ণপুর গ্রামের দিজেন মল্লিকের ছেলে। তিনি এম এস কে এন ইন্টারন্যাশনাল কোম্পানিতে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। গোপাল নিকেতনে ভাড়া বাসায় বসবাস করতেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সকালে এসি বিস্ফোরণের পর আগুনের ঘটনায় দগ্ধ হন গোপাল মল্লিক। তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। গোপাল মল্লিকের শরীরের শতভাগ দগ্ধ ছিল।

ডা. আইউব হোসেন বলেন, একই ঘটনায় মো. মিজান (২০) নামে আরেকজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি দগ্ধ নন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]