বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাউথ এশিয়ান সেস্টোবলে ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ মার্চ ২০২৩ | প্রিন্ট

সাউথ এশিয়ান সেস্টোবলে ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত ‘সাউথ এশিয়ান সেস্টোবল প্রতিযোগিতা-২০২৩’ এর নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। অন্যদিকে পুরুষ বিভাগে বাংলাদেশ রানার্স-আপ হয়েছে।

রোববার (৫ মার্চ) সকালে মহারাষ্ট্রের নাগপুরে অনুষ্ঠিত নারী বিভাগের ফাইনালে ভারতকে ১৮-১৬ পয়েন্টের ব্যবধানে হারিয়ে বাংলাদেশ নারী সেস্টোবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ দল ভারতের কাছে ২৭-২০ পয়েন্টের ব্যবধানে হেরে রানার্স-আপ হয়।

এর আগে শনিবার রাতে নারী বিভাগের ম্যাচে নেপালকে ৩০-১০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে বাংলাদেশ নারী সেস্টোবল দল ফাইনালে নাম লিখিয়েছিল। এরপর পুরুষ বিভাগের ম্যাচেও নেপালকে ২৫-১২ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ পুরুষ সেস্টোবল দল।

এই টুর্নামেন্টে অংশ নিতে গত ২৮ ফেব্রুয়ারি রাতে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ সেস্টোবল দল। প্রথম সাউথ এশিয়ান সেস্টোবল প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত ও নেপাল অংশ নেয়। খেলাগুলো লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলে।

বাংলাদেশ নারী দলের হয়ে ৯ জন ও পুরুষ দলের হয়ে ১০ জন খেলোয়াড় অংশ নিয়েছিল এই টুর্নামেন্টে। এছাড়া দলের সঙ্গে ছিলেন কোচ ও কর্মকর্তাগণ।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]