বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ওয়ার্নারের অবসর নিয়ে যা বললেন পন্টিং

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ মার্চ ২০২৩ | প্রিন্ট

ওয়ার্নারের অবসর নিয়ে যা বললেন পন্টিং

ইনজুরির কারণে চলতি ভারত ও অস্ট্রেলিয়া টেষ্ট সিরিজ থেকে ছিটকে পড়েছেন ডেভিড ওয়ার্নার। এরই মধ্যে দেশের বিমান ধরেছেন এ ওপেনার। এ অবস্থায় দ্রুতই তিনি অবসর নিতে পারেন বলে শুরু হয়েছে জল্পনা।

আর এই জল্পনা আরো উসকে দিয়েছেন খোদ ওয়ার্নারই। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকেও নিশানা করেছেন এই বাঁহাতি ব্যাটার।

দেশে ফিরে নির্বাচকদের বিরুদ্ধে তোপ দেগে ওয়ার্নার বলেন, ‘আমি বরাবর বলে এসেছি যে ২০২৪ সাল পর্যন্ত টেস্ট খেলতে চাই। তবে নির্বাচকদের আমাকে যদি যোগ্য মনে না হয় তাহলে সেটা আমাকে জানিয়ে দিলে আমি শুধু সাদা বলের ক্রিকেটেই মন দিতে পারি।

তবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং মনে করছেন, দীর্ঘ পরিসরের ক্রিকেট থেকে অবসর নেয়ার সেরা সময় হাতছাড়া করেছেন তারকা এই ওপেনার।

২০২২ সাল থেকে টেস্টে বাজে সময় চলছে ওয়ার্নারের। গত বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১৪ টেস্ট খেলে ২৬.৩৯ গড়ে স্রেফ ৬০৭ রান করেন তিনি। যেখানে ছিল কেবল দুটি ফিফটি ও একটি ডাবল সেঞ্চুরি।

ওয়ার্নার দ্বিশতকটি করেন গত ডিসেম্বরে। মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন ২০০ রানের ইনিংস। ম্যাচটি ছিল তার ক্যারিয়ারের শততম টেস্ট। পরের ম্যাচটি ছিল সিডনিতে, যেটা বাঁহাতি ওপেনারের ঘরের মাঠ।

আইসিসি রিভিউতে পন্টিং বলেন, ওই ম্যাচেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেওয়া উচিত ছিল ওয়ার্নারের। আমার মনে হয়েছে, ডেভির অবসর নেয়ার সবচেয়ে ভালো সময় ছিল, যদি সে এই বিষয়ে চিন্তা করে থাকে, অস্ট্রেলিয়ায় সিডনি টেস্ট ম্যাচের পর।

তিনি আরো বলেন, সে কেবলই মেলবোর্নে শততম টেস্ট খেলেছিল এবং প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করেছিল। ঘরের মাঠের দর্শকদের সামনে বিদায় নেয়া, সব খেলোয়াড়ই তাদের ক্যারিয়ারের এভাবে ইতি টানতে চায়। কে জানে, ওই সুযোগটি ডেভির জন্য আবার নাও আসতে পারে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]