শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশের একাদশে আজ কয়টি পরিবর্তন আসবে?

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ মার্চ ২০২৩ | প্রিন্ট

বাংলাদেশের একাদশে আজ কয়টি পরিবর্তন আসবে?

যে ফরম্যাটে সবচেয়ে স্বাচ্ছন্দ্যের সঙ্গে খেলে বাংলাদেশ, সেই ফরম্যাটেই এবার ঘরের মাঠে ধরা খেয়েছে টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ এরই মধ্যে খুইয়ে ফেলেছে তামিম বাহিনী। ফলে শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়াতেই মাঠে নামবে তামিম-সাকিবরা। আর হোয়াইটওয়াশ এড়াতে একাদশে যে বেশকিছু পরিবর্তন আসছে তা অবধারিত।

সিরিজ জিতে এরই মধ্যে শান্তির নিশ্বাস ফেলছে ইংল্যান্ড। তবু তাদের একদশে দেখা যেতে পারে বেশকিছু পরিবর্তন। চলতি বছর ভারতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের আগে অধিনায়ক বাটলার চাইবেন সবাইকে দক্ষিণ এশিয়ার কন্ডিশনটা ভালোভাবে বুঝিয়ে নিতে।

এদিকে বাংলাদেশের ব্যাপারটা ভিন্ন। টাইগাররা তাদের একাদশে পরিবর্তন আনবেন হোয়াইটওয়াশ থেকে বাঁচার জন্য। গত সাত বছরে ঘরের মাঠে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়নি টাইগাররা। তাই এবারও সাবিক-তামিমরা চাইবে না ঘরের মাঠে ধবলধোলাই হতে।

বাংলাদেশের একাদশে পরিবর্তন আসবে কন্ডিশন বুঝে। সেটা দুটিও হতে পারে, আবার তিনটিও। শেষ ওয়ানডেতে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে বেঞ্চে রাখার সম্ভাবনা রয়েছে। তার জায়গায় এবাদত হোসেন কিংবা হাসান মাহমুদকে খেলানো হতে পারে। আবার যদি এই দুই পেসারই দলে জায়গা পান, তাহলে তাইজুলকে একাদশ থেকে বাদ দিতে পারে।

এদিকে বাংলাদেশের ব্যাটিং অর্ডারেও পরিবর্তন আসতে পারে। মুশফিক-রিয়াদ কিংবা আফিফ হোসেনের জায়গায় দলে অভিষেক হতে পারে তৌহিদ হৃদয়ের। বর্তমানে মুশফিক নিজের ছন্দে নেই। আর আফিফও তার ব্যাটে রান পাচ্ছেন না। আর ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের স্পিন কোচ হেরাথ জানিয়ে দিয়েছেন, তৌহিদ হৃদয়কে একাদশে দেখতে চান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম/মাহমুদউল্লাহ রিয়াদ/তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ/তাইজুল ইসলাম, মুস্তাফিজ/এবাদত হোসেন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]