
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩ | প্রিন্ট
অন্তরীক্ষে শূন্যে কার উত্থিত আঙুল
পতাকার মতো গাঢ় অসীমে উড্ডীন
জড়িয়ে গিয়েছে তীব্র বিদ্যুৎ-ঝলক
তূর্য তুমি এসো বজ্রে ঘেরা শুভদিন
শূন্যতার কোনো স্পষ্ট অবয়ব নেই
দিয়েছেন তিনি উদ্ভিদের সূর্যদেশ
অপার ঝিলিক স্ফুলিঙ্গ ও অগ্নিকোণ
মেষপালকের চোখে স্বপ্ন অনিঃশেষ
গোধূলির দ্যুতি অসীম শূন্যতা থেকে
তখন দাঁড়ালো যেন হৃৎপিণ্ড ঘিরেই
সবুজের দিকে ধেয়ে আসা সব নেকড়ে
ঢুকে গেল কোন অলৌকিক অরণ্যেই
আঙুলের তুলির আঁচড়ে একটা ছবি
ফুটিয়ে তুললেন মানচিত্র সৌরকবি
Posted ৮:০৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin