শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় স্ত্রীকে হত্যা, স্বামী-প্রথম স্ত্রীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩ | প্রিন্ট

দ্বিতীয় স্ত্রীকে হত্যা, স্বামী-প্রথম স্ত্রীর মৃত্যুদণ্ড

ঝিনাইদহে দ্বিতীয় স্ত্রী মাজেদা খাতুনকে হত্যার দায়ে স্বামী শহিদুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী চম্পা খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী চম্পা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার রামচন্দ্রপুর বাসিন্দা। তারা দুই জনই পলাতক রয়েছেন।

জানা যায়, মাজেদা খাতুন কুড়িগ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে এসে ডিম ও তরকারির ব্যবসা করতেন। সেই সূত্রে শহিদুলের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। শহিদুলের প্রথম স্ত্রী থাকার পরেও মাজেদা খাতুনকে বিয়ে করেন। পরে মাজেদাকে নিয়ে শহিদুল রামচন্দ্রপুরের নিজ বাড়িতে সংসার করতে থাকেন।

বিয়ের কিছুদিন পর শহিদুল এবং তার প্রথম স্ত্রী চম্পা খাতুন মিলে মাজেদা খাতুনের কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। মাজেদা খাতুন টাকা দিতে না চাইলে শুরু হয় নির্যাতন। ২০১২ সালের ২৩ জানুয়ারি রাতে শহিদুল ও চম্পা খাতুন মিলে ঘুমন্ত মাজেদা খাতুনের শরীরে কেরোসিন তেল দিয়ে আগুন লাগিয়ে দেন। এতে তিনি গুরুতর দগ্ধ হন।

পরে প্রতিবেশীরা মাজেদা খাতুনকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল এবং পরে ঢাকায় হাসপাতালে ভর্তি করেন। সেখানে এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মাজেদা খাতুনের মৃত্যু হয়। মৃত্যুর আগে মাজেদা খাতুন পুলিশের কাছে জবানবন্দি দিয়ে ঘটনার বিবরণ দেন। এ ঘটনায় মাজেদা খাতুনের পক্ষে স্থানীয় চৌকিদার বাদী হয়ে শহিদুল ও তার প্রথম স্ত্রী চম্পা খাতুনকে আসামি করে সদর থানায় মামলা করেন। মামলা দায়ের হওয়ার পর থেকে শহিদুল ও চম্পা খাতুন পলাতক রয়েছেন।

ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]