বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সাবেক ফুটবলার মুনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বাফুফে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৮ মার্চ ২০২৩ | প্রিন্ট

সাবেক ফুটবলার মুনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বাফুফে

আলোচনাটা আগেই ছিল। এবার বাস্তবে মিলল তার প্রমাণ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাবেক ফুটবলার আরিফ হোসেন মুন।

সোমবার বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বরাবর পদত্যাগ পাঠিয়েছেন মুন। তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে বাফুফে।

পদত্যাগপত্রে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক লিখেছেন, ব্যক্তিগত কারণেই দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও সব স্থায়ী কমিটি থেকে সরে যাচ্ছেন।

১৯৯৩ ঢাকা সাফ গেমসে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন মুন। মূলত তিনি ছিলেন ডিফেন্ডার। ব্রাদার্স ইউনিয়ন ছাড়াও নব্বইয়ের দশকে খেলেছেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রে।

বাফুফের সবশেষ নির্বাচনেবাদল রায়ের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আরিফ হোসেন মুন। অনেকদিন ধরেই বাফুফের কার্যক্রমে অনুপস্থিত ছিলেন তিনি।

পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে গত রাতে নিজের ফেসবুক আইডিতে মুন লিখেছেন, বাফুফের কমিটিতে নির্বাচিত হয়ে কাজ করতে পারেননি। সেই হতাশা থেকেই এই সিদ্ধান্ত।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২০ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]