শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রমজানের আগে দ্রুত কোরআন শেখার সহজ উপায়

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ | প্রিন্ট

রমজানের আগে দ্রুত কোরআন শেখার সহজ উপায়

কোরআনিক আরবি শিখতে হলে আমরা ভয় পাই, মনে করি না জানি এটা কতো কঠিন। আসলে যারা শিখেছেন তাদের অভিজ্ঞতা মতে এটা ততোটাই সহজ শুধুমাত্র একটু চেষ্টা দরকার। এর জন্য আপনাকে পুরো আরবি ভাষা শিখতে হবে না। vocabulary শিখতে হবে যতো বেশি পারেন।

এখানে পবিত্র কোরআনে অনেক বেশি ব্যবহৃত ১০০টি শব্দ দেওয়ার হলো। এগুলো একদম বেসিক noun,pronoun, adjective, verb, preposition and question words.ইনশাআল্লাহ! জোড়া তালি দেওয়া শব্দগুলো শিখতে পারলে আপনি অল্পদিনে কোরআন পড়তে পারবেন।

আর যখন vocabulary আরো বেশি করে জানবেন তখন আরবি পড়ে নিজেই অর্থ বুঝে নিতে পারবেন। এখন থেকে প্রতিদিন ৫টি করে শব্দ শিখবেন এটাই যথেষ্ট।

প্রথম দিন:

1.هَذَا[হাযা] this(male এটা)

2.هَـذِهِ -[হাযিহি]this(female এটা)

3.هَـؤُلآءِ -[হা-উলা-ই]these (এইসকল)

4.ذَلِكَ -[যালিকা]that(male যাহা, যে)

5.تِلْكَ -[তিলকা]that(female যাহা,যে)

দ্বিতীয় দিন:

6.أُولَئِكَ -[উলাইকা]those(যাহারা,সেগুলো)

7.اَلَّذِىْ -[আল্লাযি]who(male যে)

8.اَلَّتِىْ -[আল্লাতি]who (female)

9.اَلَّذِيْنَ -[আল্লাযিনা]those who(তোমরা যারা)

10.تَحْتَ -[তাহতা]under(তলদেশে,নিচে)

তৃতীয় দিন:

11.فَوْقَ -[ফাওক্বা]above(উপর)

12.قَبْلَ -[ক্ববলা](before -(সামনে,আগে

13.ﺑَﻌْدَ -[বা’দা]after(পরে,পরবর্তী কালে,)

14.بَيْنَ -[বাইনা]between(মধ্যবর্তী স্থানে)

15.دُونَ -[দুনা]besides(তুলনায়,পার্শ্বে)

চতুর্থ দিন:

16.عِنْدَ -[‘ইন্দা]near (নিকটবর্তী, প্রায়)

17.يَمِيْنْ -[ইয়ামিন]right(ন্যায়,ঠিক,সত্য)

18.شِمَالْ -[শিমাল]left(বাদিকে)

19.ٱللَّه -Allah

20.رَب -রব

পঞ্চম দিন:

21.أَرْض -[আরদ্বা](পৃথিবী World)

22.قَوْم -[ক্বওম]nation জাতি

23.ءَايَة -[আয়াহ]চিহ্ন /আায়াত

24.كُل -[কুল্লু]every (প্রত্যেক, সব)

25.رَسُول -[রাসূল]messenger (দূত)

৬ষ্ঠ দিন:

26.يَوْم -[ইয়াওম] day (দিন)

27.عَذَاب – [‘আযাব] punishment (আজাব)

28.سَمَآء -[সামা’] sky(আকাশ)

29.شَىْء -[শাইই্] thing(জিনিস,ঘটনা,ব্যাপার)

30.كِتَاب -[কিতাব

৭ম দিন

31.حَق -[হাক্ব] truth (সত্য)

32.نَاس – [নাস] people (সম্প্রদায়)

33.مِن – [মিন] from (হতে, থেকে)

34.فِى -[ফী] in (অভ্যন্তরে, মধ্যে)

35.عَلَى -[‘আলা] upon (সন্নিকটে)

৮ম দিন

36.اِلَى -[ইলা] to (কাছে, প্রতি)

37.عَن -[‘আন] about (সম্পর্কিত,সম্পর্ক)

38.حَتَّی -[হাঁত্তা] until (যতক্ষণ না)

39.مَعَ -[মা’আ]with(একত্রে, সঙ্গে)

40.بِ -[বি]with(সঙ্গে)

৯ম দিন

41.كَ -[কা]like (মত,প্রায়)

42.لِ -[লি] for (জন্য)

43.مَن -[মান] who (যে)

44.مَا / مَاذَا -[মা যা] (what (কী, যাহা

45.أَيْنَ -[আইনা] where (যেথায়,কোথায়)

১০ম দিন

46.مَتى -[মাতা] when(কখন,তখন)

47.لِمَ / لِمَاذَا -[লিমা/লিমা যা] why(কেন,কী জন্য)

48.كَيْفَ -[কাইফা] how (কেমন,কিভাবে)

49.هَلْ -[হাল] are (হয়)

50.أَيُّ -[আইয়্যু] which (যেটি, যেগুলো)

১১তম দিন:

51.كَمْ -[কামা] how much (কতোটুকু)

52.لَا -[লা] no(না)

53.مَا -[মা] not (মোটেই নয়)

54.لَمْ -[লাম] not (নয়)

55.لَنْ -[লান] never (কখনোও না)

১২তম দিন:

56 .كَلَّا -[কুল্লা] nay (বস্তুত)

57.لَيْسَ -[লাইসা] it is not (মতো নয়)

58.بَلَى -[বালা] of course (নিশ্চয়ই)

59.نَعَمْ [নাআ’ম]-yes

60.مُؤْمِن -[মু’মিন] believer(বিশ্বাসী)

১৩তম দিন:

61.سَبِيل -[সাবিল] way (পথ,উপায়)

62.أَمْر -[আম্র]command (আজ্ঞা, নির্দেশ)

63.بَعْض -[বা’দ] some (কেহ,কিছু)

64.خَيْر -[খইর] better (উত্তম, শ্রেষ্ঠ)

65.إِلَٰه -ইলাহ

১৪তম দিন:

66.آخِر -[আখির] last ( শেষ)

67.جَنَّة -[জান্নাহ] বাগান

68.نَار -[নার] fire ( আগুন)

69.غَيْر -[গইর] without (ব্যতিরেকে,ব্যতীত)

70.قَلْب -[ক্বলব] heart ( অন্তর)

১৫তম দিন:

71.عَبْد -[আব্দ]slave (গোলাম)

72.أَهْل -[আহল] family (দল,পরিবার)

73.يَد -[ইয়াদ] hand(আয়ত্তে,হাত)

74.قَالَ -[ক্বলা] he said (বলেছেন)

75.كَانَ [কানা] -he was

১৬তম দিন: (verbal)

76.ءَامَنَ- [আমানা-he believed (তিনি বিশ্বাস করেছিলেন)

77.عَلِمَ -[আলিমা]he knew (তিনি জানতেন)

78.جَعَلَ -[জা’আলা]he made (তৈরি করেছেন)

79.كَفَرَ -[কাফার] he disbelieved (অবিশ্বাস করেছিলো)

80.جَآءَ [জাআ]-he came

১৭তম দিন:

81.عَمِلَ -[আমিলা]he did (করেছিলেন)

82.آتَى -[আ—তা] he gave (তিনি দিয়েছেন/লেন)

83.رَءَا -[—রআ]he saw (তিনি দেখেছিলেন)

84.أَتَى -[আতা]he came (তিনি এসেছিলেন)

85.شَآءَ -[শা—আ] he wished (ইচ্ছে পোষণ করেছিলেন)

১৮তম দিন:

86.خَلَقَ -[খলাক্ব] he created (তিনি তৈরি করেছেন)

87.أَنزَلَ -[আংযালা]he sent down(তিনি প্রেরণ করলেন)

88.كَذَّبَ -[কাযযাবা] he denied (মিথ্যে বলা অর্থে ব্যবহৃতও হয়,অস্বীকার করা অর্থেও)

89.دَعَا -[দা’আা] he invoked (প্রার্থনা করা অর্থে)

90.ٱتَّقَى -[আত্তাক্বা] he feared (ভয়)

১৯তম দিন:

91.هَدَى -[হাদা] he guided (পরিচালিত করলেন)

92.هُوَ -[হুয়া] he (তিনি,সে)

93.هُمَا -[হুমা] they both (উভয়েই)

94.هُمْ -[হুম] they (male -তারা)

95.هِيَ -[হিয়া] she (এটা স্ত্রীবাচক)(সে)

২০তম দিন:

96.هُنَّ -[হুন্না] they (female তারা)

97.أَنْتَ -[আংতা] you (male,তুমি)

98.أَنْتُمَا -[আংতুমা] you both (তোমরা উভয়েই)

99.أَنَا -[আনা] I (আমি)

100.نَحْنُ -[নাহঁনু] we (আমরা)

উপরিউক্ত শব্দগুলোর সম্ভাব্য বাংলা অর্থ দেওয়া হয়েছে, তবে বিভিন্ন আয়াতে শব্দগুলোর অর্থ ভিন্ন হতে পারে সে ব্যাপারে ইনশাআল্লাহ খেয়াল রাখবেন।

যেহেতু কোরআনুল কারিম আমাদের জীবনের সঠিক গাইড লাইন দেয়। সে জন্যে অর্থ বুঝে পড়ার চেষ্টা করতে হবে। কোরআনুল কারিমকে বুক সেলফে সাজিয়ে রেখে লাভ নেই। অনুবাদসহ বাংলা তাফসির গ্রন্থ কিনে ঘরের শোভা বাড়িয়ে লাভ নেই। কোরআন শরিফ এবং তাফসিরগুলোকে সেলফ থেকে নামিয়ে পড়ার টেবিলে আনতে হবে, নিয়মিত পড়তে হবে।

মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনে ৪ বার বলেছেন,

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ

‘আমি কোরআনকে বোঝবার জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোনো চিন্তাশীল আছে কি?’ (সূরা: কামার ৫৪:১৭, ২২, ৩২, ৪০)।

অতএব, আসুন আমরা কোরআনকে কোরআনের ভাষাতেই বুঝার চেষ্টা করি।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(138 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]