বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

একাদশে পরিবর্তন আনছেন পিএসজি কোচ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ মার্চ ২০২৩ | প্রিন্ট

একাদশে পরিবর্তন আনছেন পিএসজি কোচ

বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে পিএসজি। এ হারে বেজায় অসন্তুষ্ট দলটির কোচ ক্রিস্তোফ গালতিয়ের। সে কারণেই হয়তো ব্রেস্টের বিপক্ষে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার কথা ভাবছেন তিনি। মেসিদের হেড কোচ জানিয়ে দিয়েছেন, তার একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসতে যাচ্ছে।

বায়ার্নের বিপক্ষে হারের পর ব্রেস্ট ম্যাচ দিয়ে মাঠে ফিরছে পিএসজি। শনিবার (১১ মার্চ) ব্রেস্টের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ২টায়। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে একাদশে পরিবর্তন ও কৌশলে পরিবর্তন আনার কথা জানালেন ক্রিস্তোফ। তিনি বলেন, ‘ব্রেস্টের বিপক্ষে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে। আমরা হয়তো কৌশলেও কিছু বদল আনব। ব্রেস্টের মাঠে গিয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে।’

বায়ার্নের বিপক্ষে হারের ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন কাতার বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি। এমবাপ্পেও ততটা ফর্মে ছিলেন না। তাদের মধ্যে কাউকেই কি বাদ দেবেন গালতিয়ের? এই দুই ফুটবলারের সমর্থকরা নির্ভারই থাকতে পারেন। কেননা দলের সবচেয়ে বড় দুই তারকা তো তারাই, আরেক সুপারস্টার নেইমার আছেন ইনজুরিতে।

ব্রেস্ট ম্যাচের আগে বায়ার্নের বিপক্ষে হার নিয়েও কথা বলেছেন গালতিয়ের। তিনি জানান, ‘হারের পর ছেলেরা অনেক অসন্তুষ্ট। এটা নিয়ে কথাও হয়েছে আমাদের মধ্যে। খেলোয়াড়রা ক্লান্ত ছিল। আমাদের এখন অনেক প্রত্যাশা জমেছে। এখন আমরা জিততে চাই।’

গালতিয়ের আরও বলেন, ‘আমরা বায়ার্নের বিপক্ষে হেরেছি। ব্রেস্টের বিপক্ষে ম্যাচটা তাই আমাদের জন্য কঠিন। দলও কিছুটা ক্লান্ত হয়ে পড়েছে। তবে এটা আমাদের জন্য কোনো অজুহাত হবে না। ওরা (ব্রেস্ট) খুব ভালো খেলে। এরিক রয়ের (ব্রেস্টের কোচ) অধীনে ওরা অনেকগুলো ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়েছে।’

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৭ পূর্বাহ্ণ | শনিবার, ১১ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]