শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেনজেমাকে নিয়ে আশাবাদী আনচেলত্তি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ মার্চ ২০২৩ | প্রিন্ট

বেনজেমাকে নিয়ে আশাবাদী আনচেলত্তি

চোট কাটিয়ে রিয়াল মাদ্রিদের ডেরায় যোগ দিয়েছেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। দলে ফিরে চলতি মৌসুমে ভালো খেললেও সেরা ছন্দে নেই তিনি। চোটের পাশাপাশি কয়েক ম্যাচে গোলের দেখাও পাননি। তবে বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত নন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

শুক্রবার সংবাদ সম্মেলনে বেনজেমার ফর্ম নিয়ে আশার কথা শোনালেন আনচেলত্তি।

তিনি বলেন, দলের জন্য আগের মতোই সমান গুরুত্বপূর্ণ বেনজেমা। গত মৌসুমে সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল, তার পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য, গোল করেছিল ৪০টিরও বেশি। এই মৌসুমের শুরুতে সে তার সেরা পর্যায়ে ছিল না, যা আমাদের খেলায় প্রভাব ফেলেছিল।

আনচেলত্তি আরো বলেন, মৌসুমের দ্বিতীয় অংশে সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং আমরা মনে করি মৌসুমের শেষ পর্যন্ত সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার একটু চোট সমস্যা আছে এবং এখন তাকে সেরে উঠতে হবে।

এদিকে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বেনজেমা সবশেষ জালের দেখা পান চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয়। প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে রিয়ালের ৫-২ ব্যবধানে জয়ের ওই ম্যাচে দুটি গোল করেন ব্যালন ডি অ’র জয়ী এই ফুটবলার।

এরপর তিন ম্যাচে গোলের দেখা পাননি তিনি। এই তিন ম্যাচের একটিতেও জিততে পারেনি তার দল, একটিতে হারে পাশে ড্র করেছি বাকি দুটি।

গত মৌসুমে ৪০টির বেশি গোল করে রিয়ালের তিনটি শিরোপা জেতায় বড় অবদান রেখেছিলেন বেনজেমা।

সেখানে এবার চোটের আঘাতে নিয়মিত খেলতেই পারেননি তিনি। চলতি লা লিগায় এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে ১১টি গোল করেছেন বেনজেমা, সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮টি।

অবশ্য বেনজেমাকে নিয়ে নির্ভার আছেন রিয়াল মাদ্রিদ কোচ। রিয়ালের পরের ম্যাচ লিগে, শনিবার খেলবে এস্পানিওলের বিপক্ষে। অ্যাঙ্কেলের চোটের কারণে এই ম্যাচে খেলবেন না সাবেক ফ্রান্স ফুটবলার।

Facebook Comments Box
advertisement

Posted ৫:২০ পূর্বাহ্ণ | শনিবার, ১১ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]