শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কিউইদের জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ মার্চ ২০২৩ | প্রিন্ট

কিউইদের জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগেই পৌঁছে গিয়েছিল অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। তবে অজিদের প্রতিপক্ষ কে হচ্ছে তা নিয়ে ছিল ধোঁয়াশা। ফাইনালের লড়াইয়ে ছিল শ্রীলংকা, ভারত ও দক্ষিণ আফ্রিকা। তবে শেষ মূহুর্তে শ্রেষ্ঠত্বের দৌঁড়ে এগিয়ে গেল ভারত।

ক্রাইস্টচার্চে ঘরের মাঠে শ্রীলংকাকে ২ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। আর এতেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন ভঙ্গ হলো দ্বীপরাষ্ট্রটির।

এদিকে আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে লড়ছে ভারত। ফাইনালে যেতে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না টিম ইন্ডিয়ার সামনে। এছাড়াও শেষ টেস্টটি ড্র কিংবা ভারত পরাজিত হলে তাকিয়ে থাকতে হতো শ্রীলংকার দিকে।

তবে কিউইদের দুর্দান্ত জয়ে কোন বাধা ছাড়াই চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে গেল রোহিত শর্মারা। ক্রাইস্টচার্চে শ্রীলংকার ৩৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩৭৩ রান তোলে।

প্রথম ইনিংসের নিরিখে ১৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে লংকানরা। অ্যাঞ্জেলো ম্যাথিউজের ১১৫ রানে ভর করে দ্বিতীয় ইনিংসে দ্বীপরাষ্ট্রটি ৩০২ রান তোলে। আর তাতে নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৮৫ রানের।

চতুর্থ দিন শেষে কিউইরা তাদের শেষ ইনিংসে তোলে ১ উইকেটে ২৮ রান। সুতরাং, শেষ দিনে জয়ের জন্য ৯ উইকেটে ২৫৭ রান তুলতে হতো স্বাগতিকদের।

বৃষ্টির জন্য শেষ দিনের প্রথম সেশনের খেলা ভেস্তে যায়। দ্বিতীয় সেশনে খেলা শুরু হলে জয়ের জন্য ৫৩ ওভার হাতে ছিল নিউজিল্যান্ডের সামনে। শেষমেশ ম্যাচের একেবারে শেষ বলে জয় নিশ্চিত করে তারা।

১৯৪ বলে ১২১ রান করে অপরাজিত থাকেন উইলিয়ামসন। সিরিজের প্রথম টেস্টে ২ উইকেটের জয় পায় স্বাগতিকরা। ক্রাইস্টচার্চ টেস্টে হেরে যাওয়ায় টেস্ট চ্যাম্পিনশিপের ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে শ্রীলংকা।

এছাড়াও শেষ দিকে আশা জাগিয়েও রেস থেকে বাদ পড়ে গেছে দক্ষিণ আফ্রিকা।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]