শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইংল্যান্ডের বোলিং কোচ হলেন সেকার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ | প্রিন্ট

ইংল্যান্ডের বোলিং কোচ হলেন সেকার

অ্যাশেজ সিরিজের জন্য আবারো ইংল্যান্ডের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন ডেভিড সেকার। ঘরের মাঠে ঐতিহাসিক সিরিজের জন্য এ সংস্করণে বোলিং কোচের দায়িত্ব সামলাবেন তিনি।

ইংলিশ টেস্ট অধিনায়ক বেন স্টোকসের চাওয়ায় পুনরায় এই সংস্করণে ইংল্যান্ডের দায়িত্ব নিতে রাজি হয়েছেন অস্ট্রেলিয়া সাবেক এই পেসার।

বর্তমানে ইংল্যান্ড দলের সঙ্গে বাংলাদেশে সফর করছেন সেকার। টাইগারদের বিপক্ষে জোফরা আর্চার, ক্রিস ওকস, মার্ক উডদের সঙ্গে কাজ করছেন তিনি। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, আগামী জুনে ইংলিশদের লাল বলের দায়িত্ব নিবেন তিনি।

সেকার আরো বলেন, টেস্ট দলে বেশি কিছু করতে পারব বলে মনে হয় না। তবে আমি অ্যাশেজে কাজ করতে যাচ্ছি। বেন বলেছিল ‘আমি আপনাকে অ্যাশেজে দলের সঙ্গে চাই।’ রব কি (ব্যবস্থাপনা পরিচালক) এরই মধ্যে এটা নিয়ে আলোচনা করেছেন। তবে খুব ব্যস্ততার কারণে আমি নিশ্চিত ছিলাম না দায়িত্বটি নেব কিনা।

সাবেক এ অজি ক্রিকেটার বলেন, স্টোকস যখন জোর করল, তখন সিদ্ধান্তটি নেয়া সহজ হয়ে গেল। উপলক্ষটির (অ্যাশেজের) বিশালতার কারণে আমি তাৎক্ষনিক হ্যাঁ বলে দেই। অ্যাশেজে দুই দলের হয়েই আমি কাজ করেছি… এটা টেস্টের সবচেয়ে বড় প্রতিযোগিতা।

এবারই প্রথম নয়, এর আগেও ইংল্যান্ড টেস্ট দলের সঙ্গে আগেও কাজ করেছেন সেকার। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত তাদের লাল বলের দলের বোলিং কোচ ছিলেন তিনি।

এরপর ২০১৬ সালে সেকার যোগ দেন অস্ট্রেলিয়ার বোলিং কোচ হিসেবে। ২০১৯ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ড সামনে আসার পর দায়িত্ব ছেড়ে দেন তিনি। তার সময়ে ২০১৭-১৮ অ্যাশেজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]