বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বাংলাওয়াশ’ মিশনে টাইগারদের সম্ভাব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ | প্রিন্ট

‘বাংলাওয়াশ’ মিশনে টাইগারদের সম্ভাব্য একাদশ

ঘরের মাঠে ইংল্যান্ডকে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচে হারিয়ে ট্রফি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এতে ইংলিশদের বিপক্ষে যেকোনো ফরম্যাটে প্রথমবারের মতো কোনো সিরিজ জয়ের কীর্তি গড়েছে টাইগাররা। এখন বাংলাদেশের সামনে আরেক ইতিহাস গড়ার হাতছানি।

মঙ্গলবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জস বাটলারদের মুখোমুখি হতে যাচ্ছে সাকিব আল হাসানের দল। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর তিনটায়। খেলাটি দেখা যাবে টি স্পোর্টস ও জি টিভিতে।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে চলমান সিরিজে টাইগার অধিনায়ক সাকিব ও কোচ হাথুরুসিংহে মিলে তারুণ্যের সমন্বয়ে যে দল গড়লেন, তারা রীতিমতো উড়িয়ে দিয়েছে থ্রি লায়ন্সদের।

সিরিজের প্রথম দুই ম্যাচেই নাজমুল হোসেন শান্তর ধারাবাহিকতা, মেহেদী হাসান মিরাজের অলরাউন্ডিং পারফরম্যান্স, বল হাতে তাসকিন আহমেদ-হাসান মাহমুদের জ্বলে ওঠা; সবমিলিয়ে দুর্দান্ত ছন্দে আছেন টাইগাররা। তাই আজ জয় ছাড়া অন্যকিছু ভাবছে না কেউই।

এদিকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শামীম হোসেনের পরিবর্তে মিরাজকে খেলিয়েছিল টিম ম্যানেজমেন্ট। ক্যারিয়ার সেরা বোলিং করে হয়েছেন ম্যাচসেরা।

সিরিজ জয়ের পর শেষ ম্যাচেও দলে আসতে পারে পরিবর্তন। সুযোগ দেওয়া হতে পারে তানভীর আহমেদকে। তাকে জায়গা দিতে বিশ্রামে যেতে পারেন নাসুম আহমেদ। পেস আক্রমণেও আছে বদলের সম্ভাবনা। হাসান মাহমুদকে বিশ্রামে রেখে খেলানো হতে পারে নুরুল হাসান সোহানকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, তানভীর আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]