বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বচ্যাম্পিয়নদের ‘বাংলাওয়াশ’ করতে পারবে টাইগাররা?

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ | প্রিন্ট

বিশ্বচ্যাম্পিয়নদের ‘বাংলাওয়াশ’ করতে পারবে টাইগাররা?

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-২০ সিরিজ হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে এখনো সিরিজের এক ম্যাচ বাকি রয়েছে। এ ম্যাচটি শুধুই নিয়মরক্ষার হলেও দু’দলের সামনেই অপেক্ষা করছে ‘অনাকাঙ্খিত’ এক অধ্যায়।

টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিততে পারলেই সফরকারীদের ‘বাংলাওয়াশ’ করবে স্বাগতিকরা। অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন হয়েও টাইগার বাহিনীর হাতে ইংলিশদের ধবল ধোলাইয়ের লজ্জা এড়ানোর ম্যাচ এটি। স্বাভাবিকভাবেই শেষ ম্যাচটি দু’দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলবে। তবে মিরপুরের হোম অব ক্রিকেটে থ্রি লায়ন্সদের বিপক্ষে হোয়াইট ওয়াশের কীর্তি গড়তে পারবে কি বাংলাদেশ?

বাংলাওয়াশের লক্ষ্যেই যে আজ মাঠে নামবেন সাকিব-লিটনরা, যা তার ফেসবুক পোস্ট থেকেই সহজে আঁচ করা যায়। তবে সফরকারী জস বাটলারের দল চায় অন্তত শেষ ম্যাচ জিতে সান্ত্বনা খুঁঁজে নিতে।

টি-২০ সিরিজের শেষ ম্যাচের আগে ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

সেখানে বলা হয়, একের পর এক শক্তি প্রদর্শন করে ইংলিশদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতেছে টাইগাররা। তৃতীয় টি-২০ ম্যাচে যখন দু’দল মুখোমুখি হচ্ছে, টাইগাররা ইংল্যান্ডের বিপক্ষে বাংলাওয়াশ নিশ্চিত করা ছাড়া অন্য কিছু চায় না।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ছিল সিরিজ জয়। তবে সেটি এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে বাংলাদেশ। এজন্য ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটিতে জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ করতে মুখিয়ে আছে টিম টাইগার্স।

এ নিয়ে বিসিবি নির্বাচক ও টাইগারদের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলেন, জিততে পারলে অবশ্যই এর চেয়ে ভালো কিছু হবে না। বিশ্ব চ্যাম্পিয়ন দল, তাদের বিপক্ষে সিরিজ জিতেছি। শেষ ম্যাচটাও জিততে পারলে আরও ভালো কিছু হবে। আমি খুব খুশি, যেভাবে টি-২০ ক্রিকেটে দল সাড়া দিচ্ছে।

টি-২০ সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে দাপুটে জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচে টাইগার ক্রিকেটাররা বল-ব্যাটে দুর্দান্ত দলীয় পারফর্ম উপহার দিয়েছিলেন।

এরপর রোববার তারা মিরপুরে দ্বিতীয় টি-২০ ম্যাচে আতিথ্য দেয় বাটলারদের। সেখানে ম্যাচের শেষ পর্যন্ত রোমাঞ্চকর লড়াইয়ের পর ইংল্যান্ডকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে বাংলাদেশ সিরিজ জিতে নেয়।

কেবল ঘরের মাঠ বলেই নয়, সবমিলিয়ে এবারই প্রথম ইংল্যান্ডকে বাংলাওয়াশ করার সুযোগ পেয়েছে টাইগাররা।

প্রসঙ্গত, মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের তৃতীয় শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর তিনটায়। খেলাটি দেখা যাবে টি স্পোর্টস ও জি টিভিতে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, তানভীর আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড দল: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, জোফরা আর্চার, মার্ক উড, মঈন আলী, ডেভিড মালান, স্যাম কুরান, বেন ডাকেট, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রেহান আহমেদ, রিচ টপলি ও ক্রিস ওকস।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]