শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভিয়েনায় ‘অনির্দিষ্ট হুমকি’, গির্জার পাহারায় বিপুলসংখ্যক পুলিশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ মার্চ ২০২৩ | প্রিন্ট

ভিয়েনায় ‘অনির্দিষ্ট হুমকি’, গির্জার পাহারায় বিপুলসংখ্যক পুলিশ

অস্ট্রিয়ার রাজধানীর পুলিশের পক্ষ থেকে বুধবার বলা হয়েছে, গির্জাগুলোর ওপর ‘অনির্দিষ্ট হুমকি’ এসেছে। ভিয়েনা পুলিশের এক টুইট বার্তায় বলা হয়, ‘সম্প্রতি আপনারা বিশেষ অস্ত্রে সজ্জিত হয়ে বিপুলসংখ্যক পুলিশকে টহল দিতে দেখে থাকবেন। এর কারণ গির্জাগুলোর ওপর অনির্দিষ্ট হামলার হুমকি।’

তবে অনেক পুলিশ টহলে থাকলেও বিষয়টিকে সাধারণ ‘প্রতিরোধক ব্যবস্থা’ হিসেবে বর্ণনা করেছে ভিয়েনা পুলিশ। গির্জার চারপাশে টহল বাড়ানোর পাশাপাশি স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, কেউ যেন টহলরত পুলিশের ছবি বা ভিডিও শেয়ার না করেন কিংবা কোনোভাবে গুজবও না ছড়ায়।

এদিকে রেডিও ভিয়েনাকে পুলিশের মুখপাত্র মারকুস ডিট্রিচ বলেছেন, ‘পুলিশ কর্মকর্তারা অ্যাসল্ট রাইফেল হাতে বুলেটপ্রুফ হেলমেট এবং বর্ম পরে টহল দিচ্ছেন। তারা নজরদারি কার্যক্রম চালিয়ে যাবেন এবং তার পাশাপাশি রাস্তায় তল্লাশিও চালাবেন।’

রাজধানী ভিয়েনায় পুলিশের এই বাড়তি সতর্কতা ও টহল কতক্ষণ চলবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

ক্যাথলিক চার্চ খোলা

বার্তা সংস্তা এপিকে ভিয়েনার ক্যাথলিক চার্চগুলোর মুখপাত্র মিশায়েল প্রুলার বলেছেন, ‘(কথিত হুমকি) প্রাথমিকভাবে আমাদের ওপর কোনো প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে না। পুলিশের পক্ষ থেকে হুমকির কথা জানানো হয়েছে ঠিকই, তবে এ-ও বলা হয়েছে, ক্যাথলিকদের এক্ষুনি কোনো বিপদের আশঙ্কা নেই।’

তিনি জানান, ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ তাই গির্জা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ভিয়েনার সেন্ট স্টিফেন্স ক্যাথেড্রালে বিশ্বাসী এবং পর্যটকদের ভিড় দেখার কথা জানিয়েছে এপি।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৫ অপরাহ্ণ | বুধবার, ১৫ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(216 বার পঠিত)
(194 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]