বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সব সূচকই আমাদের অর্জিত হয়েছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ মার্চ ২০২৩ | প্রিন্ট

সব সূচকই আমাদের অর্জিত হয়েছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, পরিকল্পনা বাস্তবায়নের ধারাবাহিকতায় আমরা এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। এ অর্জন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। যা যা আমরা পরিকল্পনায় লিখেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও সহায়তায় সব সূচকই আমাদের অর্জিত হয়েছে।

বুধবার রাজধানীর শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ২০২৩ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, রূপকল্প ২০-২১ এর সব সূচক অর্জনের মধ্যদিয়ে লক্ষ্যমাফিক এগিয়েছে দেশ। প্রথম রূপকল্পে আমরা উল্লেখ করেছিলাম ২০১০ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে, সেখানে ২০১৫ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। মধ্যম আয়ের দেশ মানে- তখন মাথাপিছু আয়ের পরিমাণ ছিল ১২৭৩ ডলার। পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতেও আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও সহায়তায় লিঙ্গ সমতার লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। দেশটা লক্ষ্যমাফিক এগিয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা এখন কলেজ জীবনে প্রবেশ করবে। জীবনের আরেকটি পর্যায়ে পৌঁছাবে। যেখানে তোমাদের জীবনের পরিধি আরো প্রসারিত হবে। সুযোগের জানাল খুলে যাবে তোমাদের।

বিদায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিদায় কেউই দিতে চায় না, বিদায় নেয়াও যায় না। বিদায় একটাই সেটা আল্লাহর ডাকে। ১০টি বছর তোমরা এ স্কুলে পড়েছ, এ স্কুলটাকে ভুলে যাওয়া কঠিন। এ স্কুলেই পড়াশুনা করেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা অনেক গর্বের ব্যাপার। আমরা গর্ব করি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪০ অপরাহ্ণ | বুধবার, ১৫ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]