শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কেন্দুয়ায় দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ | প্রিন্ট

কেন্দুয়ায় দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন

নেত্রকোণার কেন্দুয়ায় দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

দেশের ৫৬৪ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে তৃতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় নেত্রকোণার কেন্দুয়া মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র উদ্বেধন করা হয়েছে।

স্থানীয় পৌর বাসিন্দা মাওলানা এনামুল হক সুমন জানান, আমরা অনেকদিন দেখছি এখানে মডেল মসজিদের কাজ চলছে। উপজেলায় সর্বপ্রথম সব সুযোগ সুবিধা সমৃদ্ধ দৃষ্টিনন্দন মসজিদ এটি। অধীর আগ্রহে অপেক্ষা করছি এই মসজিদে নামাজ আদায় করার জন্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল জানান, কেন্দুয়া উপজেলার পরিষদের নব নির্মিত মডেল মসজিদের কাজ শেষ হয়েছে। উদ্বোধনের মাধ্যমে দৃষ্টিনন্দন মডেল মসজিদটি জোহরের নামাজ থেকে মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন (কেন্দুয়া-আটপাড়া) আসনের এমপি অসীম কুমার উকিল, কেন্দুয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঞা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন,বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]