
নিজস্ব প্রতিবেদক: | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ | প্রিন্ট
পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, বঙ্গবন্ধুই একমাত্র নেতা, যিনি বাঙালিদের একটি স্বাধীন ভূখণ্ড দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। সেই লক্ষ্য নিয়েই তিনি আন্দোলন করেছেন, ঝাপিয়ে পড়েছেন স্বাধীনতার ডাক দিয়ে। তাই বঙ্গবন্ধুকে জানতে হবে চিনতে হবে।
শুক্রবার শরিয়তপুর নড়িয়ায় মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন এবং প্রতিষ্ঠানটির ট্রাষ্টি বোর্ডের সদস্য ও পুনাকের সাবেক সভাপতি মিসেস শামসুন্নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফরিদ আল হোসাইন।
শহীদুল হক বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীনতা পেতাম না।
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা নিয়ে গড়ে উঠছে মন্তব্য করে সাবেক এই আইজিপি বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের মনে বঙ্গবন্ধুর ছবি অঙ্কিত।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিক্ষার উন্নয়নে, শিক্ষার্থীদের তথা শিশুদের আগামীর স্মার্ট বাংলাদেশের উপযুক্ত করে গড়ে তোলার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে কারাগারের রোজনামচা বইটি পড়ার প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলনকে সম্মাননা স্মারক তুলে দেন সাবেক আইজিপি শহীদুল হক।
এছাড়া বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং দেয়াল পত্রিকা ‘শেখ রাসেল চিত্র বিচিত্রা’ ও ‘শেখ রাসেল সাহিত্য সিন্দু’ উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ১:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin