
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ | প্রিন্ট
যুক্তরাজ্যে একটি সিনেমার অ্যাকশন দৃশ্যে অভিনয় করছিলেন বলিউড অভিনেত্রী দিব্যা খোসলা কুমার। সে সময় একটি লোহার গ্রিলে আঘাত পেয়ে তিনি আহত হয়েছেন। ইনস্টাগ্রামে অভিনেত্রী নিজেই বিষয়টি জানিয়েছেন।
ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর এক গালে ক্ষত রয়েছে। শুটিং চলার সময় লোহার গ্রিলের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হন তিনি।। সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ করে দেওয়া হয়।
এদিকে কোন সিনেমার শুটিংয়ে তিনি আহত হয়েছেন, তা জানাননি। যুক্তরাজ্যেই চিকিৎসা নিচ্ছেন অভিনেত্রী। শুটিং শেষ করে একেবারে দেশে ফিরতে চান তিনি। তবে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ইয়ারিয়া ২’ সিনেমার শুটিংয়ে এ আহতের ঘটনা ঘটে।
‘ইয়ারিয়া’র প্রথম কিস্তি মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। ছবিটি পরিচালনা করেছিলেন দিব্যা। কিন্তু সিকুয়েলে হাজির হচ্ছেন অভিনেত্রী হিসেবে। দিব্যা খোসলা কুমারের সঙ্গে ‘ইয়ারিয়া ২’ সিনেমায় আরো অভিনয় করছেন যশ দাশ গুপ্ত, হিমাংশু কোহলি, রাকুলপ্রীত সিং, মিজার জাফরি প্রমুখ।
Posted ৩:৪২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin