বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টেকনাফে ফের ৭ জনকে অপহরণ করলো রোহিঙ্গা সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ | প্রিন্ট

টেকনাফে ফের ৭ জনকে অপহরণ করলো রোহিঙ্গা সন্ত্রাসীরা

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ে আবারো সাতজনকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। অপহৃত সাতজনের মধ্যে তিনজন কাঠুরিয়া ও চারজন শন কাটা শ্রমিক বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে এ অপহরণের ঘটনা ঘটে। বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ রফিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অপহৃত ৭ জন হলেন- বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের বাসিন্দা রফিক আলম (৪০), ফজল করিম (৩৯), জাবেরুল ইসলাম (৩৫), জাইনুল ইসলাম (৪৩), আরিফ উল্লাহ (৩০), গিয়াস উদ্দীন (১৭) ও রশিদ আহমেদ (৩৫)।

প্রত্যক্ষদর্শী কয়েকজন দিনমজুর জানান, সশস্ত্র মুখোশপরা ১২-১৫ জন ব্যক্তি অস্ত্রের মুখে জিম্মি করে অপহৃতদের গহীন জঙ্গলের পাহাড়ি জনপদ দিয়ে পূর্বদিকে নিয়ে যায়। অপহ্নতদের মধ্যে তিনজন কাঠুরিয়া ও চারজন পাহাড়ে শন কাটতে গিয়েছিলেন।

বাহারছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে জেনেছি এলাকার সাত ব্যক্তি পাহাড়ে কাঠ ও শন কাটতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

টেকনাফ থানার ওসি আব্দুল হালিম জানান, বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানার পর পাহাড়ের বিভিন্ন স্থানে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালানো হয়েছে। স্থানীয়দের নিয়ে আবারো পাহাড়ে তল্লাশি চালানো হবে।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মসিউর রহমান বলেন, আশা করছি শিগগিরই আমরা অপহ্নতদের উদ্ধার করতে সক্ষম হবো।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর টেকনাফের জাহাজপুরা এলাকার খালে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন আটজন। পরে মুক্তিপণ দিয়ে তারা ফিরে আসেন। এছাড়া হ্নীলার রঙ্গীখালীসহ পার্শ্ববর্তী এলাকায় গত এক বছরে ১৫ জনকে অপহরণ করেছে রোহিঙ্গা জঙ্গিগোষ্ঠী আল ইয়াকিনসহ সশস্ত্র সন্ত্রাসীরা।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]