
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৮ মার্চ ২০২৩ | প্রিন্ট
রাজধানীর উত্তরায় বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী সোহেলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে আরো ৮৭ লাখ টাকা।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।
তিনি জানান, সাভারের হেমায়েতপুর থেকে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, ১১ মার্চ রাতে চাঞ্চল্যকর এ ছিনতাইয়ের ঘটনায় ৬ কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার ও ৮ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাদের মধ্যে সাত আসামি দুই দফায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
গত ৯ মার্চ দিনে-দুপুরে উত্তরার তুরাগ এলাকা থেকে অভিনব পদ্ধতিতে বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা বহনকারী মানিপ্লান্ট লিংক প্রাইভেট লিমিটেডের গাড়ি আটকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটানো হয়।
এ ঘটনায় তাৎক্ষণিক অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই উত্তরা এলাকা থেকে ছিনতাই হওয়া ৪ বক্সের মধ্যে ৩ বক্স টাকা উদ্ধারের কথা জানায় ডিবি পুলিশ। এ ঘটনায় ঐ রাতেই মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে ডিএমপির তুরাগ থানায় মামলা করেন। এ মামলায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়।
Posted ৭:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin