
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৮ মার্চ ২০২৩ | প্রিন্ট
নীলফামারীর সৈয়দপুরে গাছের কাটা ডাল পড়ে রহমত আলী নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ নিয়ামপুর ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু রহমত আলী ওই এলাকার জাহেনুর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, বাড়ির উঠানের একটি নিম গাছ কাটছিলেন জাহেনুর আলী। কাটার সময় একটি ডাল ঘরের টিনের ওপর পড়ে। আওয়াজ শুনে কৌতূহলে রহমত আলী বাইরে বেরিয়ে আসে। দড়ি বেঁধে নামানোর সময় ডালটি রহমত আলীর মাথায় পড়ে। এতে গুরুতর আহত হয় সে। এ সময় তাকে উদ্ধার করে সৈয়দপুর জেনারেল হাসপাতালে নিলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে যাওয়া পথেই মারা যায় সে।
সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।
Posted ৪:০৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin