
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৮ মার্চ ২০২৩ | প্রিন্ট
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বিয়ের পাঁচ মাসেই গলায় ফাঁস দিয়েছেন রিয়াতুন নেছা রিয়া নামে এক নববধূ।
শুক্রবার রাত ৮টার দিকে দিনাজপুরের পার্বতীপুর পৌর শহরের উত্তর দৌলতপুর মহল্লায় এ ঘটনা ঘটে। রিয়া পৌর শহরের উত্তর দৌলতপুর এলাকার রফিকুল ইসলামের মেয়ে।
জানা গেছে, পাঁচ মাস আগে রিয়ার সঙ্গে ৪ নম্বর ওয়ার্ডের সরকারপাড়া মহল্লার সাইদুল ইসলামের ছেলে আল আমীনের বিয়ে হয়। এর পর তাদের দাম্পত্য জীবন ভালোই কাটছিলো। মাস খানেক আগে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসেন রিয়া।
শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে রিয়ার নানী বাড়িতে যান তার মা পারভিন বেগম। রাত ৮টার দিকে বাড়ি ফিরে দেখতে পান রিয়ার ঝুলন্ত মরদেহ। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে রিয়াকে উদ্ধার করে পার্বতীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
রিয়ার স্বামী আল আমীন জানান, আত্মহত্যার ঘণ্টা খানেক আগেও মোবাইল কথা বলেন রিয়া। তখনো কিছু আঁচ করতে পারেননি তিনি।
পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Posted ৬:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin