
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৯ মার্চ ২০২৩ | প্রিন্ট
বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই মানেই বিশেষ কিছু। সেটার মঞ্চ যেমনই হোক না কেন। চলমান কনমেবল বিচ সকার কোপা আমেরিকা-২০২৩ এর ফাইনাল নিশ্চিত করেছে দুই দল। শিরোপার লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হবে তারা।
টুর্নামেন্টটির চতুর্থ আসর বসেছে ফিফা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের দেশে। কনমেবল বিচ সকার কোপা আমেরিকার আগের তিন আসরের মধ্যে দুটিরই শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। সর্বশেষ ২০২২ আসরে চ্যাম্পিয়ন হয় প্যারাগুয়ে।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়েই তৃতীয় শিরোপার খোঁজে ফাইনালের টিকিট নিশ্চিত করে সেলেসাওরা। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক আর্জেন্টিনা হারায় কলম্বিয়াকে। সে সঙ্গে প্রথমবারের মতো কনমেবল বিচ সকার কোপা আমেরিকার ফাইনালে ওঠে মেসি-ডি মারিয়ার দেশের বিচ ফুটবলাররা।
Posted ৭:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin