শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক ম্যাচে সাকিবের দুই রেকর্ড

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ মার্চ ২০২৩ | প্রিন্ট

এক ম্যাচে সাকিবের দুই রেকর্ড

সিলেটে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নেমেছিল বাংলাদেশ। এ ম্যাচে ব্যাট হাতে ৯৩ রানের অনবদ্য ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। যার মাধ্যমে এক ম্যাচেই দুটি রেকর্ড গড়েছেন টাইগার অলরাউন্ডার।

বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের মালিক হয়েছেন সাকিব। ব্যাট হাতে আজকের ইনিংসের মাধ্যমে ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করেন এ অলরাউন্ডার। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে বোলার হিসেবে ৩০০ উইকেট পূর্ণ করেছিলেন তিনি।

সাকিবের আগে ওয়ানডেতে ৭ হাজার রান করার পাশাপাশি ৩০০ উইকেট শিকার করেছেন শ্রীলংকার সনাথ জয়সুরিয়া ও পাকিস্তানের শহীদ আফ্রিদি। জয়সুরিয়া ৪৪৫ ম্যাচে ১৩৪৩০ রান ও ৩২৩ উইকেট নিয়েছেন। এছাড়া ৩৯৮ ম্যাচে ৮০৬৪ রান ও ৩৯৫ উইকেট আছে আফ্রিদির।

মাত্র ২২৮ ম্যাচেই ৭ হাজার ও ৩০০ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করেছেন সাকিব। এছাড়া তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান করেছেন তিনি। ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তামিম খেলেছিলেন ২০৪ ইনিংস। সাকিব করেছেন ২১৬ ইনিংসে।

Facebook Comments Box
advertisement

Posted ১:২৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]