শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঘর থেকে মশা দূর করার দুই উপায়

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ মার্চ ২০২৩ | প্রিন্ট

ঘর থেকে মশা দূর করার দুই উপায়

বৃষ্টিতে ভিজছে শহর। আর ঘরে বাড়ছে মশার উপদ্রব। মশা তাড়াতে ধূপ, ক্রিম, স্প্রে, মেশিন কত কিছুই ব্যবহার করছেন। তবুও বিনা নিমন্ত্রণে আমন্ত্রিত অতিথি মশাকে ঘর থেকে তাড়াতে পারছেন না। এমনই যদি হয় অবস্থা। তবে আজকের আয়োজন আপনারই জন্য।

বাংলাদেশে গরমের এ সময়টায় মশার উপদ্রব অনেক বেড়ে যায়। আর এসময় যদি বৃষ্টি হয় তবে তো কথাই নেই। জমে থাকা বৃষ্টির পানি মশার বংশবিস্তারে সাহায্য করে। যার ফলে সকালের পাশাপাশি সন্ধ্যা ও রাতের বেলায় মশার কামড়ে জনজীবন হয়ে ওঠে অতিষ্ঠ।

মশার কামড় আর কানের কাছে গুনগুন গানে বিরক্তি ছাড়াও আশঙ্কা রয়েছে নানা রোগে আক্রান্তের। তাই মশাবাহিত নানা রোগের হাত থেকে রক্ষা পেতে দুটি উপায়ে মশাকে বাড়ি থেকে চিরতরে বিদায় করুন।

১। একটি পাত্রে পাঁচ ফোড়নে থাকা শুধু জোয়ান দানা নিন। এর সঙ্গে মিশিয়ে নিন সরিষার তেল। ঘরের প্রতিটি কোনায় তা রেখে দিন। এ মিশ্রণের তীব্র গন্ধে মশা আপনার ধারের কাছে আসবে না।

২। মশাকে ঘর থেকে তাড়াতে অনেক ধরনের ইনডোর গাছ লাগাতে পারেন। যেমন তুলসী, সেইজ, পুদিনা পাতা, লেমন বাম, লেবু পাতা, ক্যাটনিপ, গাঁদা কিংবা ল্যাভেন্ডারের মতো ফুল গাছ ঘরে থাকলে ঘরের সৌন্দর্যই শুধু বাড়ে না; পাশাপাশি এই গাছ বিরক্তিকর সব পতঙ্গসহ মশাকেও তাড়াতে পারে অনায়াসেই।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৫ পূর্বাহ্ণ | সোমবার, ২০ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

দেহাতি চিকেন
(209 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]