বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দ্বিতীয় ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ মার্চ ২০২৩ | প্রিন্ট

দ্বিতীয় ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ

ঘরের মাঠে শেষ ওয়ানডে সিরিজ ইংল্যান্ডের কাছে হারের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের জন্য মুখিয়ে আছে বাংলাদেশ। এরই মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি জিতে এগিয়ে আছে টাইগাররা। ফলে সোমবার (২০ মার্চ) দ্বিতীয় ম্যাচে জিতলেই আবারও আরেকটি ওয়ানডে সিরিজ নিজেদের করে নেবে তামিমের দল। সিরিজ নিশ্চিতের ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ, এক নজরে দেখে নেয়া যাক।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ১৮৩ রানের জয় পেয়েছিল লাল-সবুজের দল, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের জয়। এবার আরও একটি জয় দিয়ে নিজেদের দখলে সিরিজ নেয়ার সুযোগ এসেছে। তবে সে যাত্রায় বাধা হতে পারে বেরসিক বৃষ্টি।

তবুও আশা নিয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছে তামিম বাহিনী। এদিকে বৃষ্টি থেমে গেলে স্বল্প সময়ে মাঠ খেলার উপযোগী হয়ে যাবে বলে জানিয়েছে ভেন্যু কর্তৃপক্ষ। তাতে সিরিজ জয়ের স্বপ্ন বাংলাদেশ দেখতেই পারে।

প্রথম ওয়ানডেতে চোটের কারণে খেলতে পারেননি মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ওয়ানডেতেও তার খেলার সম্ভাবনা নেই। চোখের আঘাত থেকে অনেকটা সেরে উঠলেও এখনও চোখের খানিকটা অংশে রক্ত জমে আছে মিরাজের। যার কারণে সানগ্লাস পরে থাকতে হচ্ছে তার সবসময়। এমন অবস্থায় দ্বিতীয় ম্যাচে তাকে একাদশে রাখা হবে কি না, তা নিশ্চিত নয়।

আবার বাংলাদেশ দলে তাইজুল ও নাসুমকে নিয়েও রয়েছে সংকট। দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশ বোলিং কোচ নিশ্চিত করেও কিছু জানাননি। তার পরিকল্পনায় দুজনই আছেন। আবার প্রথম ম্যাচে নাসুম খেলায়, দ্বিতীয় ম্যাচে তাইজুলকে পরখ করেও দেখতে পারে বাংলাদেশ। এছাড়া অন্য কোনো জায়গায় পরিবর্তনের সম্ভাবনা নেই। প্রথম ম্যাচে তিন ডিপার্টমেন্টেই বাংলাদেশ দারুণ পারফর্ম করায় এমনও হতে পারে একাদশে কোনো পরিবর্তনই আনা হবে না।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির রাব্বি, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ/তাইজুল ইসলাম, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ২০ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]