
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | প্রিন্ট
ম্যানহাটানের আদালত এলাকাসহ নিউইয়র্কজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ম্যানহাটানসহ বিভিন্ন এলাকায় পুলিশের গাড়ি থেকে ব্যারিয়ারসহ মিছিলে বাধা দেয়ার বিভিন্ন সরঞ্জাম নামাতে দেখা গেছে। তবে এখনো পর্যন্ত বিক্ষোভ হতে পারে এমন কোনো লক্ষণ দেখা যায়নি।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস সাংবাদিকদের বলেছেন, পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করছে এবং শহরে যেকোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে চারদিকে নজর রাখছে। নিউইয়র্ক পুলিশ বিভাগ বলেছে, এখনো পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।
অপরদিকে ট্রাম্পকে গ্রেপ্তার করা হোক বা না হোক অভিযুক্ত হলে আঙুলের ছাপ এবং অন্যান্য প্রক্রিয়া শেষ করার জন্য ট্রাম্পকে তার ফ্লোরিডার বাড়ি থেকে নিউইয়র্কে আসতেই হবে।
সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলের দাবি, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাকে ট্রাম্পের পক্ষ থেকে মোটা অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল। এমন অভিযোগের ভিত্তিতে নিউইয়র্কের প্রসিকিউটররা পাঁচ বছর ধরে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করছেন।
সাবেক আইনজীবী মাইকেল কোহেন তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। কিন্তু এ সম্পর্কের বিষয়টি বারবার অস্বীকার করে আসছেন ট্রাম্প। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ ট্রুথ সোশ্যাল মিডিয়াতে এক পোস্টে তিনি গ্রেফতার হওয়ার আশঙ্কার কথা জানিয়ে ছিলেন।
অভিযোগ দায়েরের ব্যাপারে প্রকাশ্যে কিছু বলেননি অ্যাটর্নি অ্যালভিন ব্রাগ। তবে গত কয়েক সপ্তাহে বিচারকদের সামনে গুরুত্বপূর্ণ স্বাক্ষীদের উপস্থিত করেছেন তিনি। এছাড়া ট্রাম্পকে স্বীকারোক্তি দেওয়ার সুযোগ দিয়েছেন। প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস গত রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে, ট্রাম্প সমর্থকদের সম্ভাব্য আন্দোলনের বিষয়টি মাথায় রেখে তারা নিরাপত্তা পরিকল্পনা সাজাচ্ছেন।
সূত্র: রয়টার্স
Posted ৭:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin