
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | প্রিন্ট
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। মঙ্গলবার (২১ মার্চ) চাইনিজ তাইপেকে ৪২-২৮ পয়েন্ব্যট বধানে হারিয়ে শিরোপা জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আজ খেলার শুরুতে ৭-৬ পয়েন্টে লীড ছিল চাইনিজ তাইপের। তবে অন্য ম্যাচের মতো আজকের ম্যাচটি সহজ ছিল না। এরপর প্রতিপক্ষকে আর লীড নিতে দেননি তুহিন তরফদাররা। প্রথমার্ধ শেষে বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় ২০-১৪।
তবে দ্বিতীয়ার্ধে শুরুতেই লোনা আদায় করে স্বাগতিকরা। খেলা শেষ হওয়ার আট মিনিট বাকি থাকতে আরেকটি লোনা আদায় করে বাংলাদেশ। দ্বিতীয় লোনার সময় ম্যাচের স্কোরলাইন ছিল ৩৭-২১। শেষ দিকে বাংলাদেশের সঙ্গে পারেনি চাইনিজ তাইপে।
শেষ বাঁশির সঙ্গে জয়ের উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ। এ জয়ে টানা তিনবারের মতো চ্যাম্পিয়ন হয়ে শিরোপা ঘরের তুললো বাংলাদেশ দল।
Posted ৭:৫৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin