
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | প্রিন্ট
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি স্কুলের সামনে বন্দুক হামলায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরো এক শিক্ষার্থী। স্থানীয় সময় সোমবার (২০ মার্চ) অঙ্গরাজ্যটির আর্লিংটন শহরে এ হামলার ঘটনা ঘটে।
ডলাসের পশ্চিমের ওই শহরটির লামার হাই স্কুলের বাইরে সকাল ৭টার কিছুক্ষণ আগে হামলার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে পৌছে এক ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
পুলিশের মুখপাত্র টিম সিসকো গণমাধ্যমকে বলেন, স্কুলটির কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে ৭টার পর। এ কারণে হামলার সময় অধিকাংশ শিক্ষার্থীই স্কুলে এসে পৌঁছায়নি। এ ঘটনায় একজন সন্দেহভাজন হামলাকারীকে হেফাজতে নেয়া হয়েছে।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেহেতু সন্দেহভাজন একজন কিশোর, তাই তার নাম প্রকাশ করা যাচ্ছে না। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের পর এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সূত্র: সিএনএন
Posted ৮:২১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin