
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | প্রিন্ট
রাজধানীর বনানী ক্লাব থেকে আটক বিএনপির ৫৪ নেতাকর্মীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুইদিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার তাদের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করলে বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডিবি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাষ্ট্রবিরোধী পরিকল্পনার অভিযোগে বনানী থেকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির ৫৪ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে ৫৪ জনকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করলে বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, দেশের বিভিন্ন জেলার বিএনপির নেতারা রাষ্ট্রবিরোধী পরিকল্পনার জন্য বনানী ক্লাবে গোপন বৈঠক করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১টার দিকে অভিযান চালিয়ে ৫৪ বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে নেতাকর্মীদের বনানীতে ডেকে এনেছিলেন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপির নেতা মমিন আলী।
Posted ৮:১৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin